শনিবার, ২১শে ডিসেম্বর,
২০২৪

  • আন্তর্জাতিক

  • হিযবুত তাহরীরকে নিষিদ্ধ করল ভারত


    সোনারদেশ ২৪ ডেস্ক


    শুক্রবার, ১১ই অক্টোবর,

    ২০২৪

    /

    24 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত। বৃহস্পতিবার দেশটি এমন সিদ্ধান্তের কথা জানায়। খবর এনডিটিভি।

     

    স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, হিযবুত তাহরী মৌলবাদীকরণ, যুবকদের আইএসআইএস-এর মতো সন্ত্রাসী সংগঠনে যোগদান এবং সন্ত্রাসী কার্যকলাপের জন্য অর্থ সংগ্রহ করতে অনুপ্রাণিত করার সঙ্গে জড়িত। 

     

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হিযবুত তাহরী এমন একটি সংগঠন যার লক্ষ্য হল ভারতসহ বিশ্বব্যাপী ইসলামিক রাষ্ট্র এবং খিলাফত প্রতিষ্ঠা করা, দেশের নাগরিকদের জড়িত করে জিহাদ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারগুলোকে উৎখাত করা। এতে বিশ্বব্যাপী যে গণতন্ত্রের চর্চা রয়েছে সেটি ব্যাহত হচ্ছে এবং মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। 

     

    তাই বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন, ১৯৬৭–এর প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।



    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2024 - All right reserved by Sonar Desh 24 Ltd