শুক্রবার, ১৮ই অক্টোবর,
২০২৪

  • আন্তর্জাতিক

  • হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহতের গুঞ্জন


    সোনারদেশ ২৪ ডেস্ক


    বৃহস্পতিবার , ১৭ই অক্টোবর,

    ২০২৪

    /

    4 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    গাজায় একটি সামরিক অভিযানে হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হয়েছেন। তবে তাকে হত্যা করা হয়েছে কিনা তা পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

     

    বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে যে গাজায় অভিযানের সময় তিন জঙ্গি নিহত হয়েছে। তিবে বিবৃতিতে কারো পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি, তবে সম্ভাবনা করা হচ্ছে যে তিনজনের একজন সিনওয়ার। খবর গার্ডিয়ানের।

     

    এতে বলা হয়, যে ভবনটিতে তিন জঙ্গিকে হত্যা করা হয়েছে সেখানে ইসরায়েলি জিম্মিদের উপস্থিতির কোনো লক্ষণ নেই।

     

    এখন পর্যন্ত ইয়াহিয়া সিনওয়ার নিহতের বিষয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

     

    সিনওয়ার ৭ অক্টোবরে ইসরায়েলে হামাসের আক্রমণের অন্যতম প্রধান পরিকল্পনাকারী ছিলেন।

     

    ইরানের রাজধানী তেহরানে আপাত ইসরায়েলি হামলায় জুলাই মাসে ইসমায়েল হানিয়াহকে হত্যার পর তাকে গ্রুপের শীর্ষ নেতা হিসাবে নির্বাচিত করা হয়েছিল।



    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2024 - All right reserved by Sonar Desh 24 Ltd