বুধবার, ১৫ই জানুয়ারি,
২০২৫

  • আন্তর্জাতিক

  • হাইতিতে জ্বালানি ট্রাকে বিস্ফোরণ, নিহত ২৫


    সোনারদেশ ২৪ ডেস্ক


    রবিবার, ১৫ই সেপ্টেম্বর,

    ২০২৫

    /

    16 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশ হাইতির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি জ্বালানিবাহী ট্রাক বিস্ফোরণে ২৫ জন নিহত হয়েছেন। এ ছাড়া আরও বহু মানুষ আহত হয়েছেন। খবর এএফপির।

    প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দেশটির সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রাকটি থেকে জ্বালানি লিক হচ্ছিল। লোকজন ট্রাকটি থেকে চুইয়ে পড়া জ্বালানি তেল সংগ্রহের সময় গতকাল শনিবার (১৪ সেপ্টেম্বর) এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

    হাইতির সিভিল প্রটেকশন এজেন্সির প্রধান এমানুয়েল পিয়েরে জানান, মিরাগোয়ানে শহর এলাকায় এই বিস্ফোরণে আরও ৪০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশিরভাগ লোকজনের শরীরের প্রায় পুরোটাই পুড়ে গেছে। 

    আহতদের রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে মিরাগোয়ান বন্দরের সান্ত থেরেস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    হাইতির প্রধানমন্ত্রী গ্যারি কনিল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, কিছু গুরুতর আহত ব্যক্তিকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য হেলিকপ্টারে করে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

    এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, ‘এটি ভয়ংকর দৃশ্য, যা আমি এইমাত্র প্রত্যক্ষ করেছি।’

    প্রধানমন্ত্রী জানান, জরুরি দলগুলো ‘গুরুতরভাবে আহতদের জীবন বাঁচাতে’ কাজ করছে। ক্ষতিগ্রস্তদের ও তাদের পরিবারকে সরকারি সহায়তা দেওয়া হবে।


    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2025 - All right reserved by Sonar Desh 24 Ltd