বৃহস্পতিবার , ২১শে নভেম্বর,
২০২৪

  • আন্তর্জাতিক

  • সৌদিতে চলতি বছর শতাধিক বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর


    সোনারদেশ ২৪ ডেস্ক


    রবিবার, ১৭ই নভেম্বর,

    ২০২৪

    /

    6 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    সৌদি আরব চলতি বছর শতাধিক বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এক পরিসংখ্যানে দেখা যায়, বিগত বছরের তুলনায় এই সংখ্যা কিছুটা বেশি।

     

    নাজরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে শনিবার সর্বশেষ মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। উপসাগরীয় রাজ্যে মাদক পাচারের দায়ে দোষী সাব্যস্ত একজন ইয়েমেনি নাগরিককে এই দণ্ড দেওয়া হয়েছিল বলে সরকারি সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে।

     

    রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে সংকলিত পরিসংখ্যান অনুসারে ২০২৪ সালে এ পর্যন্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিদেশীদের সংখ্যা ছিল ১০১। এই সংখ্যা ২০২৩ এবং ২০২২ সালের পরিসংখ্যানের প্রায় তিনগুণ। ওই সময় সৌদি কর্তৃপক্ষ প্রতি বছর ৩৪ জন বিদেশিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে।

     

    বার্লিনভিত্তিক ইউরোপীয়-সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস (ইএসওএইচআর) জানিয়েছে, চলতি বছর মৃত্যুদণ্ডের সংখ্যা ইতিমধ্যেই রেকর্ড ভেঙেছে।

     

    গ্রুপের আইনি পরিচালক তাহা আল-হাজি বলেন, এটি এক বছরে বিদেশিদের মৃত্যুদণ্ডের সবচেয়ে বড় সংখ্যা। সৌদি আরব এক বছরে ১০০ জন বিদেশির মৃত্যুদণ্ড এর আগে কার্যকর করেনি।



    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2024 - All right reserved by Sonar Desh 24 Ltd