শুক্রবার, ২০শে সেপ্টেম্বর,
২০২৪

  • বিনোদন

  • সেই প্রেমিককে বিয়ে করলেন অভিনেত্রী অ্যামি জ্যাকসন


    সোনারদেশ ২৪ ডেস্ক


    সোমবার, ২৬শে আগস্ট,

    ২০২৪

    /

    18 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    দীর্ঘদিনের প্রেমিক এড ওয়েস্টউইকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ব্রিটিশ বংশোদ্ভুত ভারতীয় অভিনেত্রী অ্যামি জ্যাকসন। গতকাল রাতে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে বিয়ের ঘোষণা দেন অ্যামির স্বামী এড ওয়েস্টউইক। 

    এ ছবিতে দেখা যায়, এড ওয়েস্টউইক ক্ল্যাসিক লুক বেছে নিয়েছেন। অন্যদিকে অ্যামি জ্যাকসন পরেছেন সাদা রঙের ওয়েডিং গাউন। এ ছবির ক্যাপশনে লেখেছেন— ‘মাত্র আমাদের যাত্রা শুরু।’

    ইন্ডিয়া টুডে জানিয়েছে, ইতালির আমালফি উপকূলে ছোট আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন অ্যামি জ্যাকসন-এড ওয়েস্টউইক। এ সময় দুই পরিবারের সদস্যরা এবং তাদের ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। রোমান্টি পরিবেশে পরস্পরের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হন এই নবদম্পতি।

    গত ২৯ জানুয়ারি ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে বাগদানের ঘোষণা দিয়েছিলেন অভিনেত্রী অ্যামি জ্যাকসন। প্রকাশিত ছবিতে দেখা যায়, উঁচু পাহাড় শুভ্র তুষারে ঢাকা। দুই পাহাড়ে সংযোগ ঘটিয়েছে একটি ব্রিজ। এ ব্রিজের মাঝে হাঁটুমুড়ে অ্যামিকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন এড ওয়েস্টউইক। আর তা দেখে বিস্ময়ের শেষ নেই অ্যামির।

    সৌদি আরব রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ব্রিটিশ অভিনেতা এড ওয়েস্টউইকের সঙ্গে প্রথম পরিচয় অ্যামির। মূলত তারপরই সম্পর্কে জড়ান তারা। ২০২২ সালে সম্পর্কের কথা স্বীকার অ্যামি।

    সাধারণত দক্ষিণী সিনেমাতেই বেশি অভিনয় করেন অ্যামি জ্যাকসন। বলিউডেও দেখা গেছে তাকে। ব্যক্তিগত জীবনে প্রেম-বিয়ে নিয়ে অনেকবার আলোচনায় উঠে এসেছেন এই অভিনেত্রী।

    এর আগে জর্জ পানাইয়োতুর সঙ্গে বাগদান সারেন অ্যামি জ্যাকসন। ২০১৯ সালে বিয়ের আগেই পুত্রসন্তানের জন্ম দেন এই নায়িকা। পরবর্তীতে জানা যায়, এ সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন অ্যামি। অন্যদিকে এড ওয়েস্টউইক আফ্রিকান এক মডেলের সঙ্গে সম্পর্কে ছিলেন।

    অ্যামি জ্যাকসন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা টু পয়েন্ট ‍জিরো বা রোবট-টু। এতে আরো অভিনয় করেন রজনীকান্ত ও অক্ষয় কুমার। শংকর পরিচালিত সিনেমাটি ২০১৮ সালে মুক্তি পায়। ‘মিশন: চ্যাপ্টার ১’ এবং ‘ক্রাক’ শিরোনামে দুটো সিনেমার কাজ বর্তমানে অ্যামির হাতে রয়েছে।


    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2024 - All right reserved by Sonar Desh 24 Ltd