শুক্রবার, ১৮ই অক্টোবর,
২০২৪

  • সারাদেশ রাজশাহী

  • সীমান্তে গ্রেপ্তার ভারতীয় নাগরিকের কাছে মিলল বাংলাদেশি এনআইডি


    সোনারদেশ ২৪ ডেস্ক


    শুক্রবার, ১১ই অক্টোবর,

    ২০২৪

    /

    7 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    জয়পুরহাটের পাঁচবিবির উচনা সীমান্ত এলাকায় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে মিন্টু মন্ডল (৪০) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

     

    শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাহিদ নেওয়াজ।

     

    এ সময় গ্রেপ্তার মিন্টুর কাছ থেকে পাঁচবিবি উপজেলার উচনা গ্রামের ঠিকানার একটি বাংলাদেশি এনআইডি জব্দ করা হয়েছে।

     

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ অক্টোবর সন্ধ্যায় জেলার পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপির পিলার ২৮১/২০ এস থেকে ৫০ গজ বাংলাদেশের ভেতর থেকে তাকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও ভারতীয় সিম জব্দ করা হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে পাঁচবিবি থানায় মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

     

    জয়পুরহাট ব্যাটালিয়ন-২০ বিজিবি কোম্পানি অধিনায়ক লে. কর্নেল নাহিদ নেওয়াজ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়ন-২০ বিজিবি অধীনস্থ হাটখোলা বিওপি কমান্ডার নায়েব সুবেদার সাইদুল বারীর উপস্থিতিতে টহল কমান্ডার নায়েক আব্দুর রহিমের নেতৃত্বে একটি বিশেষ টহল দল হাটখোলা বিওপি থেকে উত্তর দিকে আনুমানিক দুই কিলোমিটার দূরে পশ্চিম উচনা সীমান্ত থেকে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ওই ভারতীয় নাগরিককে আটক করেছে।

     

    লে. কর্নেল নাহিদ নেওয়াজ আরও জানান, মিন্টু মণ্ডল দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে মানব পারাপারে জড়িত। সে এ সংক্রান্ত অপরাধে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে বলে স্বীকারোক্তি প্রদান করেছে। অবৈধভাবে মানব পারাপার সংক্রান্ত অপরাধ চালানোর জন্য মিন্টু বাংলাদেশি নাগরিকত্বের ভুয়া কাগজপত্র তৈরি করেছেন। পাঁচবিবি থানার ওসি কাওসার আলী জানান, হাটখোলা বিওপির বিজিবির পক্ষ থেকে ভারতীয় নাগরিক মিন্টু মণ্ডলের নামে থানায় মামলা করা হয়েছে। তবে তার কাছ থেকে মিন্টু রহমান, পিতা : কাশেম উদ্দিন, উচনা, ধরঞ্জী, পাঁচবিবি, জয়পুরহাট এই ঠিকানার একটি বাংলাদেশি এনআইডি (জাতীয় পরিচয়পত্র) পাওয়া গেছে। মামলার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

     

    পরে মাওলানা জালালুদ্দিন আহমদকে আগামী নির্বাচনে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে খেলাফত মজলিসের (রিকশা প্রতীক) প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন মামুনুল হক।



    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2024 - All right reserved by Sonar Desh 24 Ltd