শনিবার, ২১শে ডিসেম্বর,
২০২৪

  • আন্তর্জাতিক

  • সিরিয়া নিয়ে জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ


    সোনারদেশ ২৪ ডেস্ক


    সোমবার, ৯ই ডিসেম্বর,

    ২০২৪

    /

    23 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের পতন নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি অধিবেশনে বসতে যাচ্ছে। জরুরি এই বৈঠকের আহ্বান জানিয়েছে রাশিয়া।

     

    সোমবার (৯ ডিসেম্বর) যুক্তরাষ্ট্র সময় বিকেল ৩টায় (বাংলাদেশ সময় দিবাগত রাত ২টা) বৈঠকটি হবে বলে একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

     

    জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপস্থায়ী প্রতিনিধি দিমিত্রি পলিয়ানস্কি বার্তা আদান–প্রদানের মাধ্যম টেলিগ্রামে বলেন, আজ সোমবার জরুরি বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে।

     

    দিমিত্রি পলিয়ানস্কি আরও বলেন, রাশিয়া ও বাকি মধ্যপ্রাচ্যের জন্য সিরিয়ায় বাশার আল–আসাদ সরকারের পতনের ‘গভীরতা ও ফলাফল’ কী হতে পারে, সেটা এখনো স্পষ্ট নয়।

     

    দিমিত্রি পলিয়ানস্কি বিশেষভাবে উল্লেখ করেন, গোলান মালভূমিতে জাতিসংঘের টহলযুক্ত নিরস্ত্রীকরণ অঞ্চলে ইসরায়েলি বাহিনীর সাময়িক দখল করে নেওয়া এলাকার চারপাশের পরিস্থিতি নিয়ে আলোচনা করা প্রয়োজন।

     

    বিদ্রোহী যোদ্ধাদের মাত্র ১২ দিনের অভিযানে গতকাল রোববার বাশার আল-আসাদ সরকারের পতন ঘটে। এর মধ্য দিয়ে দেশটিতে তার দুই যুগের শাসনের অবসান ঘটে। বাবা হাফিজ আল-আসাদ ও ছেলে বাশার আল-আসাদ মিলে একটানা ৫৩ বছর সিরিয়া শাসন করেছেন।

     

    সিরিয়া থেকে ব্যক্তিগত উড়োজাহাজে করে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন বাশার আল-আসাদ। তাকে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে। পরিবারের সদস্যসহ তিনি এখন মস্কোয় অবস্থান করছেন।



    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2024 - All right reserved by Sonar Desh 24 Ltd