২০২৪
21 বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে আলোচিত গণধর্ষণ মামলার আসামি মো. ডলার তালুকদারকে (৩৭) গ্রেপ্তার করেছেন র্যাব-১২-এর সদস্যরা।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) জেলার রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের সরাইল গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ডলার তালুকদার সিরাজগঞ্জ সদর উপজেলার ডুমুর ইছা গ্রামের মৃত নায়েব আলীর ছেলে।
বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার এম আবুল হাশেম সবুজ।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, নির্যাতিত নারী একটি মুরগির খামারে কর্মরত ছিলেন। গত ১ অক্টোবর সন্ধ্যায় মালিকের শ্বশুরবাড়িতে ডিম পৌঁছে দেওয়ার জন্য তিনি অপরিচিত একটি অটোভ্যান রিজার্ভ করে রওনা দেন। ভ্যানটি ডুমুর ইছা হাটখোলা এলাকায় পৌঁছার আগেই সেটি থামিয়ে কয়েকজন দুর্বৃত্ত জোরপূর্বক উঠে বসে। কিছুদূর গিয়ে তারা ভ্যানটি থামিয়ে ভুক্তভোগী নারীকে জোরপূর্বক নামিয়ে ইউক্যালিপটাস গাছের বাগানের ভেতরে নিয়ে যায়। সেখানে তাকে গণধর্ষণ করা হয়। পরে গৃহবধূকে একটি অপরিচিত অটোরিকশায় তুলে দেওয়া হয়।
একপর্যায়ে মুরগির খামারে পৌঁছে বিষয়টি ফার্মের মালিককে জানানো হলে গৃহবধূকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সেখান থেকে রিকশাযোগে মুরগির খামারে গিয়ে তার মালিককে ঘটনাটি বলার পর মালিক তাকে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় নিজেই বাদী হয়ে গত ৫ অক্টোবর সদর থানায় গণধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় র্যাব-১২ এর তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা শাখার সহযোগিতায় বৃহস্পতিবার রাতে গণধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি ডলার তালুকদারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাজ থেকে একটি মোবাইল জব্দ করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।