২০২৪
13 বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে সরকার স্বীকৃত ঔষধ ব্যবসায়ীদের একমাত্র জাতীয় সংগঠন বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে ব গঠিত আহব্বায়ক কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাত ৮ টার দিকে এস. এস.রোডস্থ এফ এম কমপ্লেক্স তৃতীয় তলা হল রুমে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে সংগঠনের আহব্বায়ক ডায়মন্ড মেডিকেল এর স্বাধিকারী ফকরুল ইসলাম তালুকদার রাকিবের সভাপতিত্বে ও কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি সদস্য কার্তিক চন্দ্র বর্মনের সঞ্চালনায় মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, দপ্তর সম্পাদক তানভীর মাহমুুদ পলাশ, সিরাজগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক রইচী, প্রমুখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, সোহেল ড্রাগ হাউজের দোকান মালিক সোহেল মাহমুদ,মিতু মেডিকেল হলের মালিক নিয়ামুল হক রাব্বি, রুমি মেডিকেল হলের মোঃ নজরুল ইসলাম, স্মৃতি মেডিসিন কর্ণার শিবলী সাদিক, নিউ মিতু মেডিক্যাল হলের শামীম রেজা দুলাল, সহ অন্যান্য সম্মানিত দোকান মালিকগণ।