মঙ্গলবার, ৫ই নভেম্বর,
২০২৪

  • সারাদেশ রাজশাহী

  • সিরাজগঞ্জে ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩


    সোনারদেশ ২৪ ডেস্ক


    রবিবার, ২৭শে অক্টোবর,

    ২০২৪

    /

    9 বার পড়া হয়েছে


    a ইউপি চেয়ারম্যান শেখ সেলিম রেজা ও আলম শেখ

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ বা পদত্যাগের যে দাবি উঠেছে তা রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

     

    তিনি বলেন, এটা অনেক বড় বিষয়, গোপনে সিদ্ধান্ত নেওয়ার যেমন কোনো সুযোগ নেই, তেমনি দীর্ঘমেয়াদে ঝুলিয়ে রাখাও উচিত নয়।

     

    রোববার (২৭ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

     

    কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের জনদাবি থাকতেই পারে বলে মন্তব্য করে রিজওয়ানা হাসান বলেন, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের ব্যাপারে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়নি।

     

    রাষ্ট্রপতি পদে থাকতে পারেন না ইস্যুটি নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে বলে জানান রিজওয়ানা হাসান। তিনি বলেন, আলোচনা হলেও এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এখনকার রাষ্ট্রপতি ফ্যাসিস্ট সরকারের। বিপ্লব পরবর্তী এ সরকারের আদলের সাথে যায় না। রাজনৈতিক দলগুলো বলছে, রাষ্ট্রপতির অপসারণ রাজনৈতিক সংকট সৃষ্টি করবে। আমাদের সরকারের বক্তব্য হল, রাষ্ট্রপতি ইস্যুতে রাজনৈতিক ঐক্যমত প্রতিষ্ঠা করব। যত তাড়াতাড়ি এটা হবে তত তাড়াতাড়ি সিদ্ধান্ত হবে। গোপনে কিছু হবে না।

     

    এই উপদেষ্টা বলেন, বর্তমান রাষ্ট্রপতির কাছ থেকে কেন উপদেষ্টা পরিষদ শপথ নিলেন এটা নিয়ে অনেকেই কথা বলেন। মানুষ আবেগের জায়গা থেকে এ বক্তব্য দেন। বাস্তবতার সঙ্গে সংগতি রেখেই শপথ হয়েছে।

     

    আন্দোলনকারীরা এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করছে। সরকারের

     

    প্রচেষ্টা হল, রাজনৈতিক ঐক্যমত গঠন করা। তারপরে সিদ্ধান্ত। অতি বিলম্ব হবে না। তাড়াহুড়ো করাও হবে না।



    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2024 - All right reserved by Sonar Desh 24 Ltd