মঙ্গলবার, ২৮শে জানুয়ারি,
২০২৫

  • খেলাধুলা

  • সিনেমার থ্রিল-রোমান্স ও ক্রিকেটের উত্তেজনা একত্র হলে মহাবিস্ফোরণ হবে: শাকিব খান


    সোনারদেশ ২৪ ডেস্ক


    সোমবার, ১৪ই অক্টোবর,

    ২০২৫

    /

    27 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালসের হয়ে মালিকানা নিয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। সোমবার (১৪ অক্টোবর) প্লেয়ার্স ড্রাফটে উপস্থিত থেকে নিজের মতো করে দল গুছিয়েছেন শাকিব। দল গোছানোর পর সংবাদ সম্মেলনে মুখোমুখি হয়ে নিজের দল নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন ক্রীড়াঙ্গনে যুক্ত হওয়া এই নায়ক।

     

    জানিয়েছেন, লম্বা সময় ধরে ক্রিকেটে কাজ করার ইচ্ছা ছিল তার। সেই স্বপ্ন পূরণ হওয়ায় খুশিতে আত্মহারা শাকিব। তার ভাষ্য, সিনেমা ও ক্রিকেট কীভাবে একসঙ্গে করা যায় সেটা নিয়েই একটা স্বপ্ন ছিল। আমরা সকলেই জানি, সিনেমার থ্রিল-রোমান্স ও ক্রিকেট মাঠের উত্তেজনা এই দুই মহাশক্তি একত্র হলে একটা মহাবিস্ফোরণ হতে পারে। রচিত হতে পারে একটা মহাকাব্য। যার আভাস আমরা যখন দল ঘোষণা করেছি বিপিএলে তখনই পেয়েছি। যখন আমাদের দল ঘোষণা হয় তখন আমরা যেই ভালোবাসা পেয়েছি তখন থেকে আমরা দারুণ সাড়া পেয়েছি। সবাই আমাদের এত ভালোবাসা পেয়েছি যা অবাক করার মতো।


    ক্রিকেটের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করেছেন এভাবে, আমরা বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসি। বাংলাদেশের সিনেমাও যেমন আমাদের ক্রিকেটও আমাদের। আমরা বিপিএলে দল কিনতে পেরে খুব উচ্ছ্বসিত। যা অবাক করার মতো।

     



    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2025 - All right reserved by Sonar Desh 24 Ltd