২০২৪
4 বার পড়া হয়েছে
নেপালকে ২-১ গোলে হারিয়ে মেয়েদের সাফে আবারও চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শিরোপা ধরে রাখার এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
গত আসরে প্রথমবারের মতো শিরোপা জয়ের পর ছাদখোলা বাসে বীরোচিত সংবর্ধনা পেয়েছিলেন সাবিনা-কৃষ্ণারা। এবারও কি তাদের ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হবে? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে পুরো দেশে।
আগামীকাল বৃহস্পতিবার দুপুর ২টা ১৫ মিনিটে ঢাকায় ট্রফি নিয়ে ফিরবেন বাংলাদেশের সাফজয়ী মেয়েরা। এরপর বাফুফে ভবনে তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সাফজয়ী ফুটবল টিমকে সংবর্ধনা দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।