শুক্রবার, ৩রা জানুয়ারি,
২০২৫

  • জাতীয়

  • সংশোধন হচ্ছে ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন ১৯৮৯’


    সোনারদেশ ২৪ ডেস্ক


    বৃহস্পতিবার , ৩১শে অক্টোবর,

    ২০২৫

    /

    6 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    সংশোধন হতে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিদ্যমান আইন ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন ১৯৮৯’। আইনটির বিভিন্ন ধারায় পরিবর্তনের লক্ষ্যে একটি সংশোধিত খসড়া প্রণয়ন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) প্রস্তাবিত সংশোধিত খসড়া আইন জনমত যাচাইয়ের জন্য একাডেমির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

     

    উক্ত সংশোধিত খসড়া আইনের ওপর সকল শিল্পী, কলাকুশলী, শিল্পবোদ্ধা, সংস্কৃতিসেবী, গবেষক, সাংবাদিকসহ সর্বসাধারণের কাছ থেকে মতামত ও পরামর্শ প্রদানের আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে নিজ প্রতিষ্ঠান বিবেচনায় এর উন্নয়নকল্পে প্রস্তাবিত সংশোধিত খসড়ার উপর সুচিন্তিত মতামত ও পরামর্শ প্রদান করে আইনের সংশোধন, বিয়োজন, পরিবর্ধন, পরিমার্জনের মাধ্যমে জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক শিল্পকলা একাডেমি গঠন করার লক্ষ্যে সকল অংশীজনের সহযোগিতা প্রয়োজন।

     

    এ লক্ষ্যে বৃহস্পতিবার (৩২ অক্টোবর) থেকে সাত কর্মদিবসের মধ্যে জনমত যাচাইয়ের মাধ্যমে সকল অংশীজনের কাছ থেকে গঠনমূলক মতামত ও পরামর্শ প্রদানের আহ্বান জানিয়েছে একাডেমি।

     

    আইন সংক্রান্ত সকলের মতামত একাডেমির ই-মেইলে dg@shilpakala.gov.bd পাঠানোর আহ্বান জানানো হয়েছে। সকলের মতামতের ভিত্তিতে সংগৃহীত প্রস্তাবনা বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিষদে উত্থাপন করা হবে।



    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2025 - All right reserved by Sonar Desh 24 Ltd