বুধবার, ১৫ই জানুয়ারি,
২০২৫

  • সারাদেশ ময়মনসিংহ

  • শেরপুরে ৮ ফুট লম্বা অজগর উদ্ধার


    সোনারদেশ ২৪ ডেস্ক


    মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর,

    ২০২৫

    /

    21 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    শেরপুরে মরিচ ক্ষেতের জালে আটকা পড়া ৮ ফুট লম্বার অজগর উদ্ধার করেছে বন বিভাগ। জেলার নালিতাবাড়ি উপজেলার হাতিপাগার গ্রামের সিরাজুল ইসলামের ক্ষেতে সাপটি পাওয়া যায়। অজগরটির ওজন প্রায় ৯ কেজি। 


    মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সাপটিকে উদ্ধার করে সন্ধ্যায় বনের মধ্যে অবমুক্ত করা হয়। ধারণা করা হচ্ছে, পাহাড় থেকে নদীর পানিতে ভেসে আসতে পারে সাপটি।


    স্থানীয়রা জানান, স্থানীয় দুই যুবক মাছ ধরার জন্য গাছ থেকে পিঁপড়ার ডিম সংগ্রহ করতে ভোগাই নদীর ধারে যাচ্ছিলেন। মরিচ ক্ষেতের আইলে সুতার জালে পেঁচানো অবস্থায় তারা অজগর সাপটিকে আটকে থাকতে দেখেন। 


    পরে তারা নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমানকে খবর দেন। খবর পেয়ে চেয়ারম্যান বিষয়টি বন বিভাগের কর্মকর্তাকে জানালে বন বিভাগের লোকজন বিকেলে অজগরটি উদ্ধার করে নিয়ে যায়।

    নালিতাবাড়ি উপজেলার মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, আটকে থাকা সাপটিকে জাল কেটে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে অজগরটি মধুটিলা বনে অবমুক্ত করা হয়েছে।



    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2025 - All right reserved by Sonar Desh 24 Ltd