২০২৪
24 বার পড়া হয়েছে
এবার শান্তিতে নোবেল পুরস্কার পেলো জাপানে পরমাণু বোমা হামলায় জীবিতদের অধিকার নিয়ে সোচ্চার সংগঠন জাপানি সংস্থা নিহন হিডানকিও।
শুক্রবার (১১ অক্টোবর) বিকেল ৩টার দিকে রয়্যাল সুইডিশ একাডেমি ২০২৪ এ পুরস্কারের জন্য এই সংস্থার নাম ঘোষণা করে।
নোবেল কমিটি জানায়, পারমাণবিক বোমামুক্ত বিশ্ব গড়ার লড়াইয়ে ভূমিকার জন্য জাপানের অ্যাটম ও হাইড্রোজেন বোমায় ক্ষতিগ্রস্তদের তৈরি সংগঠন নিহন হিডানকিও-কে শান্তি পুরস্কার দেওয়া হলো।
এ পুরস্কারের অর্থমূল্য এবার ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার।
ইরানে নারী নিপীড়নের বিরুদ্ধে লড়াই ও সবার জন্য মানবাধিকার ও স্বাধীনতার প্রচারে ভূমিকার জন্য গত বছর শান্তিতে নোবেল পেয়েছিলেন দেশটির কারাবন্দি অধিকার কর্মী নার্গিস মোহাম্মদী।
এছাড়া সমাজের ‘নীচ থেকে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন’ করার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য বাংলাদেশের ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংক ২০০৬ সালে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন।