রবিবার, ১৯শে মে,
২০২৪

  • সারাদেশ রাজশাহী

  • র‌্যাব-১২ এর অভিযানে ২৩৭ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার


    সোনারদেশ ২৪ ডেস্ক


    সোমবার, ৬ই মে,

    ২০২৪

    /

    17 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন অপপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় সোমবার (৬ মে) আনুমানিক রাত পেীনে ২টার দিকে র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল ‘‘সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানা, পাকশী রেলওয়ে জেলাধীন বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের ট্রেনের বগিতে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৩৭ গ্রাম হেরোইনসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা হেরোইন ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

    গ্রেফতারকৃত আসামিরা হলো রাজশাহী জেলা, পবা থানা, আলীমগঞ্জ এর  মোঃ আতাউর রহমান এর স্ত্রী  মোছাঃ নাজমা আক্তার (৩৮) এবং অপরজন একই জেলার বাঘমারা থানা, তুকিপুর খালগ্রামের মোঃ আজাদ আলীর পুত্র মোঃ ফরহাদ রেজা (২৭)।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিরা দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিল।

    গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

     


    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2024 - All right reserved by Sonar Desh 24 Ltd