মঙ্গলবার, ২২শে অক্টোবর,
২০২৪

  • সারাদেশ চট্টগ্রাম

  • রোহিঙ্গা ক্যাম্পে একই পরিবারের ৩ জনকে গুলি করে হত্যা


    সোনারদেশ ২৪ ডেস্ক


    সোমবার, ২১শে অক্টোবর,

    ২০২৪

    /

    3 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    কক্সবাজারে উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে একই পরিবারের ৩ জনকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (২১ অক্টোবর) ভোররাতে ২০ নম্বর ক্যাম্পের লাল পাহাড় এলাকায় এই ঘটনা ঘটে।

     

    নিহতরা হলেন- ১৭ নম্বর ক্যাম্পের ব্লক ১০৪ এর আহমদ হোসেন (৬০), তার ছেলে সৈয়দুল আমিন (২৮) ও মেয়ে আসমা (১৩)। ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।

     

    তিনি বলেন, ভোররাত সাড়ে ৪টার দিকে ওয়ালাপালং পুলিশ ক্যাম্পের আওতাধীন বর্ধিত ক্যাম্প-২০ এর লাল পাহাড় সংলগ্ন এস-৪ ও বি-৭ ব্লক এলাকা দিয়ে ১৫-২০ জন অজ্ঞাত দুর্বৃত্ত প্রবেশ করে ওই ব্লকে অস্থায়ীভাবে বসবাসরত আহমদ হোসেন ও তার পরিবারের ওপর গুলি ছুঁড়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। আহতাবস্থায় আসমাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।



    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2024 - All right reserved by Sonar Desh 24 Ltd