২০২৪
9 বার পড়া হয়েছে
জো রুটের রাজত্বের অবসান ঘটালেন হ্যারি ব্রুক। সতীর্থকে পেছনে ফেলে বিশ্বসেরা টেস্ট ব্যাটসম্যান হয়েছেন উদীয়মান তারকা হ্যারি ব্রুক। আজ বুধবার (১১ ডিসেম্বর, ২০২৪) বিকেলে প্রকাশিত আইসিসির সর্বশেষ র্যাংকিংয়ে ৮৯৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান নিয়েছেন ব্রুক। ৮৯৭ রেটিং পয়েন্ট নিয়ে জো রুট নেমে গেছেন দ্বিতীয় স্থানে।
গেল সপ্তাহে ওয়েলিংটনে ব্র্রুক তার ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি করেন। যা ছিল বিদেশের মাটিতে তার সপ্তম সেঞ্চুরি। প্রথম ইনিংসে ১২৩ ও দ্বিতীয় ইনিংসে ৫৫ রান করেন ব্রুক। তার ব্যাটে ভর করে ইংল্যান্ড ৩২৩ রানের বিশাল ব্যবধানে জয় পায়। আর ব্রুক তার ক্যারিয়ার সেরা ৮৯৮ রেটিং অর্জন করে শীর্ষে উঠে যান। তার ২৫ বছর আগে শচীন টেন্ডুলকার ৮৯৮ রেটিং পয়েন্ট পেয়ে ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে শীর্ষে উঠেছিলেন।
অবশ্য রুট নাকি ব্রুক কে থাকবেন শীর্ষে সেটা আগামী সপ্তাহেই নির্ধারিত হয়ে যাবে। কারণ, হ্যামিল্টনে নিউ জিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্ট খেলতে নামবেন তারা দুজন।
ব্রুক এ পর্যন্ত ২৩ টেস্ট খেলে ৬১.৬২ গড়ে রান করেছেন ২ হাজার ২৮০টি। তার ৮টি সেঞ্চুরির মধ্যে একটি ট্রিপল সেঞ্চুরিও রয়েছে। গেল অক্টোবরে তিনি পাকিস্তানের বিপক্ষে ৩১৭ রানের ইনিংসটি খেলেছিলেন।
এদিকে ৮১২ রেটিং নিয়ে কেন উইলিয়ামসন তিনে ও ৮১১ পয়েন্ট নিয়ে যশস্বী জয়সওয়াল আছেন চতুর্থ স্থানে।
তবে অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড সবশেষ টেস্টে ১৪০ রানের ইনিংস খেলে ৬ ধাপ উন্নতি করে অবস্থান নিয়েছেন ছয়ে। তার রেটিং ৭৮১। শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস ৭৫৯ রেটিং নিয়ে একধাপ উপরে উঠে ষষ্ঠ স্থানে আছেন। আর দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা তার ধারাবাহিক পারফরম্যান্সের প্রভাবে তিনধাপ উন্নতি করে সাতে অবস্থান নিয়েছেন। তার রেটিং পয়েন্ট ৭৫৩। কেবেহায় সবশেষ টেস্টে তিনি ৭৮ ও ৬৬ রানের ইনিংস খেলেছিলেন।
বোলারদের র্যাংকিংয়ে জাসপ্রিত বুমরাহ ৮৯০ রেটিং পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে আছেন। ৮৫৬ রেটিং নিয়ে কাগিসু রাবাদা দ্বিতীয় ও ৮৫১ রেটিং নিয়ে জস হ্যাজলউড আছেন তৃতীয় স্থানে।
ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে বল হাতে ভালো করে প্যাট কামিন্স একধাপ উন্নতি করে চারে অবস্থান নিয়েছেন। তাতে ভারতের রবীচন্দ্রন অশ্বিন নেমে গেছেন পঞ্চম স্থানে।
নিউ জিল্যান্ডের ম্যাট হেনরি একধাপ উন্নতি করে নবম স্থানে আর পাকিস্তানের নোমান আলী একধাপ উন্নতি করে ঢুকে পড়েছেন সেরা দশে।