২০২৪
38 বার পড়া হয়েছে
হাটহাজারীতে উপজেলা প্রশাসনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে প্রায় সাড়ে তিন কোটি টাকার সরকারি জমি উদ্ধার করা হয়েছে।
রোববার (১৭ নভেম্বর) দুপুরের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামানের নেতৃত্বে ৩নং মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজার এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজার এলাকায় আবদুল মোনাফ নামের এক ব্যক্তি সরকারি প্রায় ৩২ শতক জমি দখল করে রাতের আঁধারে অবৈধ স্থাপনা নির্মাণ করে শুরু করে। পরে খবর পেয়ে ইউএনও এবিএম মশিউজ্জামান ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে উচ্ছেদ অভিযান পরিচ
ভেঙে দেন অবৈধভাবে নির্মিত স্থাপনা। সরকারি প্রায় তিন কোটি পঞ্চাশ লাখ টাকার সম্পদ উদ্ধার করা হয়েছে।
অভিযান পরিচালনার সময় সহকারী কমিশনার (ভূমি) লুৎফুন নাহার শারমীন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ, সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এবিএম মশিউজ্জামান বাংলানিউজকে বলেন, সরকারি জায়গা কেউ দখল করে রাখতে পারবে না। অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ালনা করেন।