বৃহস্পতিবার , ২১শে নভেম্বর,
২০২৪

  • শিক্ষা

  • রাজশাহী বোর্ডে বেড়েছে পাসের হার, এবারও মেয়েরা এগিয়ে


    সোনারদেশ ২৪ ডেস্ক


    মঙ্গলবার, ১৫ই অক্টোবর,

    ২০২৪

    /

    25 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের (এইচএসসি) অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় বিগত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। আর বরাবরের মতো এবারও ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে আছেন।

     

    মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. অলীউল আলম আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।

     

    রাজশাহী বোর্ডে ঘোষিত এইচএসসির ফলাফলে দেখা গেছে, চলতি বছরের পরীক্ষায় ৭৪১টি কলেজ থেকে মোট এক লাখ ৩৭ হাজার ১৮৪ শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে এক লাখ ১১ হাজার ৪৪৮ শিক্ষার্থী সব বিষয়ে পাস করেছেন। এতে পাসের হার দাঁড়িয়েছে ৮১ দশমিক ২৪ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৭৮ দশমিক ৪৬। অর্থাৎ গত বছরের তুলনায় এবার পাসের হার বেড়েছে ২ দশমিক ৭৮ শতাংশ৷ 

     

    এ বছর সর্বমোট জিপিএ-৫ পেয়েছেন ২৪ হাজার ৯০২ জন শিক্ষার্থী। গত বছর পেয়েছিলেন ১১ হাজার ২৫৮ শিক্ষার্থী। 

     

    এছাড়া প্রাপ্ত ফলাফল অনুযায়ী, গেল কয়েক বছরের ধারাবাহিকতায় এ বছরও ছেলেদের তুলনায় মেয়েরাই ভালো ফলাফল করেছেন। পাসের হার ও জিপিএ-৫ উভয় দিক থেকেই তারা রয়েছেন এগিয়ে।

     

    এইচএসসির ফল পরিসংখ্যান বলছে, রাজশাহী বোর্ডে ছাত্রী পাসের হার ৮৭ শতাংশ আর ছাত্রের পাসের হার ৭৬ শতাংশ। মোট ১৪ হাজার ৫৯৭ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছেন। জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রের সংখ্যা ১০ হাজার ৩০৫ জন।

     

    এদিকে রাজশাহী শিক্ষা বোর্ডের ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই শতভাগ পাস করেছেন। তবে এমন ১২টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে যেখান থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি। এ বছর এক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ২১ হাজার ৩৩১। আর অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার হল থেকে বহিষ্কৃত হয়েছেন ২৪ জন।

     

    রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে আটটি জেলার মধ্যে ফলাফলে এগিয়ে রয়েছে রাজশাহী। রাজশাহী জেলায় এবার পাসের হার ৮৯ দশমিক ১২ শতাংশ। এরপর দ্বিতীয় অবস্থানে আছে বগুড়া জেলা। এখানে পাসের হার ৮৪ দশমিক ৪১ শতাংশ। তৃতীয় অবস্থানে থাকা নাটোর জেলায় পাসের হার ৭৮ দশমিক ৪২ শতাংশ, নওগাঁ জেলায় ৭৪ দশমিক ৭১ শতাংশ, পাবনা জেলায় ৮১ দশমিক ৪৭ শতাংশ, সিরাজগঞ্জ জেলায় ৭৫ দশমিক ৯১ শতাংশ, জয়পুরহাট জেলায় ৭৬ দশমিক ৭৮ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জে ৭৭ দশমিক ৩১ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।



    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2024 - All right reserved by Sonar Desh 24 Ltd