২০২৫
59 বার পড়া হয়েছে
অবশেষে এলো শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমার ট্রেইলার। গত রোজার ঈদে মুক্তি পাওয়া ছবিটির এতোদিন কোনো ট্রেইলার আসেনি। আগামী ১৩ জুন ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ’তে ওয়ার্ল্ড ডিজিটাল প্রিমিয়ার হতে চলেছে ‘রাজকুমার’-এর।
সেই উপলক্ষ্যে সম্প্রতি ছবিটির ট্রেইলার মুক্তি দেওয়া হয়েছে বঙ্গ’র সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ইতোমধ্যেই ট্রেইলারটি দারুণ সাড়া পেয়েছে। বঙ্গ’র কর্তৃপক্ষ থেকে জানানো হয়, ট্রেইলার মুক্তি পাওয়ার মিনিট দশেকের মধ্যেই কয়েক লাখ ভিউ ছাড়িয়ে যায়।
এ প্রসঙ্গে বঙ্গ’র চিফ কন্টেন্ট অফিসার জনাব মুশফিকুর রহমান মঞ্জু বলেন, “রাজকুমার আমাদের এই ঈদের অন্যতম আকর্ষণ। ছবিটি যখন হলে রিলিজ পেয়েছিলো, তখনই ভালো সাড়া পেয়েছিলো।
এবার সারাবিশ্বের বাংলা ভাষাভাষি দর্শকদের জন্য আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে মুভিটি নিয়ে আসতে চলেছি। কিন্তু মজার ব্যপার হচ্ছে, ছবিটি যখন প্রথম মুক্তি পায়, তখন এটির কোনো ট্রেইলার ছিল না। তাই আমরা আমাদের দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে প্রথমবারের মতো রাজকুমারের ট্রেইলার নিয়ে এসেছি। দর্শক ট্রেইলারটি খুব পছন্দ করেছেন। আশা করছি ছবিটিও সবার ভালো লাগবে।”
আগামী ১৩ই জুন বাংলাদেশসহ সারাবিশ্বে সকল বাংলা ভাষাভাষিরা ছবিটি দেখতে পাবেন বঙ্গ অ্যাপ ও ওয়েবসাইটে।