শুক্রবার, ১৮ই অক্টোবর,
২০২৪

  • আইন আদালত

  • যৌথ অভিযানে ৩১৮ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১৭৪


    সোনারদেশ ২৪ ডেস্ক


    সোমবার, ১৪ই অক্টোবর,

    ২০২৪

    /

    5 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় থানাগুলোতে ব্যাপক হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ লুটপাট করা হয়। এসব অস্ত্র উদ্ধারে গত ৪ সেপ্টেম্বর শুরু হয় পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান। এরই ধারাবাহিকতায় সোমবার (১৪ অক্টোবর) পর্যন্ত যৌথ বাহিনীর চলমান অভিযানে সারা দেশে ৩১৮টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় গ্রেপ্তার করা হয়েছে ১৭৪ জনকে।

     

    সোমবার রাতে পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এসব তথ্য জানান।

     

    তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- রিভলবার ১৯টি, পিস্তল ৭৬টি, রাইফেল ২২টি, শটগান ৩৭টি, পাইপগান ৮টি, শুটারগান ৪৩টি, এলজি ৩১টি, বন্দুক ৪৮টি, একে ৪৭ একটি, এসএমজি ৫টি, গ্যাসগান ৪টি, এয়ারগান ১০টি, এসবিবিএল ১০টি, টিয়ার গ্যাস লঞ্চার ২টি এবং থ্রি-কোয়াটার ২টি।

     

    এ অভিযান চলমান থাকবে বলেও জানান পুলিশ কর্মকর্তা ইনামুল হক সাগর।



    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2024 - All right reserved by Sonar Desh 24 Ltd