বুধবার, ১৫ই জানুয়ারি,
২০২৫

  • জাতীয়

  • মোংলায় নিলামে সাবেক তিন এমপির গাড়ি


    সোনারদেশ ২৪ ডেস্ক


    সোমবার, ১৩ই জানুয়ারি,

    ২০২৫

    /

    6 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    নিলামে উঠেছে মোংলা বন্দরে শুল্কমুক্ত কোটায় আনা সাবেক তিন সংসদ সদস্যদের ল্যান্ড ক্রুজার ব্রান্ডের ৩টি গাড়ি। এর মধ্যে একটির জন্য দরপত্র বা বিট দাখিল হলেও বাকি দুটি গাড়ির জন্য দরপত্র জমা দেয়নি কেউ।


    এর আগে গত বছরের ১৭ জুলাই গাড়ি তিনটি মোংলা বন্দরে আমদানি করেন টাঙ্গাইল-৮ আসনের অনুপম শাহজাহান জয়, দিনাজপুর-১ আসনের মুহাম্মদ জাকারিয়া ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য নাসিমা জামান ববি। তারা এখন পলাতক রয়েছেন।


    জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর সংসদ ভেঙে যাওয়ায় কপাল পোড়ে দ্বাদশ সংসদের সদস্যদের। এতে শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা বিলাসবহুল গাড়ি হাতছাড়া হয় তাদের। এভাবে মোংলা বন্দরে পড়ে থাকে সাবেক এমপিদের ল্যান্ডক্রুজার ব্রান্ডের ৩টি প্রাডো গাড়ি। যার একটির বাজার মূল্যে ১০ কোটি টাকা। এসব গাড়ি শুল্কমুক্ত সুবিধায় গত বছরের ১৭ জুলাই মোংলা বন্দরে আমদানি করে ওই তিন সংসদ সদস্য। এই তিনটিসহ দীর্ঘদিন অনেক গাড়ি বন্দর শেডে পড়ে থাকায় বিড়ম্বনার শিকার হচ্ছে বন্দর কর্তৃপক্ষ।


    মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) মো. কামাল হোসেন বলেন, দীর্ঘদিন এই তিনটিসহ মোট ৩০০টি গাড়ি মোংলা বন্দরে পড়ে আছে। বারবার নিলামে তুললেও এসব গাড়ি বিক্রি হয় না। ফলে বছরের পর বছর এই বন্দরের শেড ও ইয়ার্ডে গাড়িগুলো পড়ে অকেজো বা বিকল হচ্ছে।


    এদিকে আত্মগোপন বা বিদেশে পালিয়ে যাওয়া সংসদ সদস্যের গাড়ি ছাড়িয়ে নিতে আমদানিকারকদের আইনি নোটিশ দেয়ার পর তা নিলামে তোলে মোংলা কাস্টমস হাউস। তবে গত বছরের ২৫ নভেম্বর নিলামে তোলা এসব গাড়ির মধ্যে একটির বিপরীতে দরপত্র জমা পড়লেও বাকি দুটির বিপরীতে দরপত্র জমা দেয়নি নিলামে অংশ নেয়া ব্যবসায়ীরা।


    মোংলা কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. রুবেল হাসান বলেন, গত বছরের ১৭ জুলাই সাবেক এমপিদের তিনটি ল্যান্ড ক্রুজার ব্রান্ডের তিনটি প্রাডো গাড়ি আমদানি হয়। এরপর এই গাড়ি তিনটি সময়মতো কেউ ছাড়িয়ে না নেয়ায় গাড়ি তিনটি নিজেদের অধীন নেয়। এরপর তা গত বছরের ২৫ নভেম্বর নিলামে তোলা হয়। তবে এখনও বিক্রয় আদেশ হয়নি।


    জানা গেছে, তৎকালীন সামরিক সরকার এইচ এম এরশাদ ১৯৮৭ সালে এমপিদের প্রথম শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা দেন। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার বিধানটি বাতিল করলে ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিধানটি আবার চালু করে। এতে গত ১৫ বছরে সরকার রাজস্ব হারায় কয়েক হাজার কোটি টাকা।


    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2025 - All right reserved by Sonar Desh 24 Ltd