বুধবার, ২২শে জানুয়ারি,
২০২৫

  • খেলাধুলা

  • মেলবোর্নকে উড়িয়ে দিল বাংলাদেশ


    সোনারদেশ ২৪ ডেস্ক


    রবিবার, ১১ই আগস্ট,

    ২০২৫

    /

    49 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে শুভসূচনা করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে মেলবোর্ন রেনেগেডসকে হারিয়েছে ৭৭ রানের বিশাল ব্যবধানে।

    টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা তেমন ভালো হয়নি দলের। দ্বিতীয় ওভারের ১৯ রানে তানজিদ তামিমকে হারায় তারা। তবে পারভেজ হোসেন ইমন পরিস্থিতি সামলান। পারভেজ ৪৮ বল খেলে ৬৯ রান করেন, যা বাংলাদেশের ইনিংসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্যদিকে, শামীম পাটোয়ারী ২৫ বলের অপরাজিত ২৫ রান এবং আকবর আলী ১৮ বল খেলে ২১ রান করেন। শেষে বাংলাদেশ ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রানে ইনিংস শেষ করে।

    মেলবোর্নের ১৭১ রান তাড়ার প্রচেষ্টা ব্যর্থ হয়। পাওয়ারপ্লে শেষে তারা ১ উইকেট হারিয়ে ৪৮ রান সংগ্রহ করলেও, এরপর ধসে পড়ে। রেনেগেডসের কেউ ২০ রানও করতে পারেনি; ওপেনার জশ ব্রাউন সর্বোচ্চ ১৯ রান করেন। মেলবোর্ন ৯৩ রানে অলআউট হয়।

    বাংলাদেশের রিপন মণ্ডল এবং রাকিবুল হাসান ৩টি করে উইকেট নেন, আর আলিস আল ইসলাম এবং আবু হায়দার রনি ২টি করে উইকেট লাভ করেন।

    সংক্ষিপ্ত স্কোর-
    বাংলাদেশ ১৭০/৬, ২০ ওভার (পারভেজ ৬৯, শামীম ২৫, আকবর ২১; হেনিং ৩/২৬, পিয়ারসন ২/৪৪)

    মেলবোর্ন রেনেগেডস ৯৩/১০, ১৫.২ ওভার (ব্রাউন ১৯, হ্যারিস ১৮, রিপন ৩/১২, রাকিবুল ৩/২১, আলিস ২/৩১, রনি ২/১২ )
    ফল– বাংলাদেশ ৭৭ রানে জয়ী।


    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2025 - All right reserved by Sonar Desh 24 Ltd