মঙ্গলবার, ২৮শে জানুয়ারি,
২০২৫

  • সারাদেশ সিলেট

  • মুনতাহা হত্যাকাণ্ড: চার আসামি ৫ দিনের রিমান্ডে


    সোনারদেশ ২৪ ডেস্ক


    সোমবার, ১১ই নভেম্বর,

    ২০২৫

    /

    15 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    সিলেটরে কানাইঘাটে শিশু মুনতাহা আক্তার জেরিন (৫) হত্যা মামলায় গ্রেপ্তার চার আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

     

    সোমবার (১১ নভেম্বর) দুপুরে সিলেট জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী মো. আবু জাহের বাদল আসামিদের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। 

     

    এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা কানাইঘাট থানার এসআই শামসুল আরেফিন জিহাদ ভূঁইয়া আসামিদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।

     

    নিহত মুনতাহা কানাইঘাট উপজেলা সদর ইউনিয়নের বীরদল ভাড়ারীফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে। 

     

    গ্রেপ্তার আসামিরা হলেন- কানাইঘাট থানার বীরদল ভাড়ারীফৌদ গ্রামের মৃত ময়না মিয়া আলিফজান (৫৫) ও তার মেয়ে শামীমা বেগম মার্জিয়া (২৫), একই এলাকায় ইসলাম উদ্দিন (৪০) ও নাজমা বেগম (৩৫)।

     

    কানাইঘাট থানা সূত্র জানায়, গত শনিবার কানাইঘাট থানায় নাম না জানা ব্যক্তিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণ মামলা করেন মুনতাহার বাবা শামীম আহমদ। গতকাল রোববার বাড়ির পাশের পুকুর থেকে মুনতাহার লাশ উদ্ধারের পর পুলিশ সেটিকে হত্যা মামলা হিসেবে রেকর্ড করে। ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয় আটক চারজনকে।

     

    বাদী পক্ষের আইনজীবী মো. আব্দুল খলিক জানান, আলোচিত এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত চার আসামিকে আজ সিলেট জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামি পক্ষে আইনজীবী ছিলেন শহিদুল আসলাম।

     

    মুনতাহার পরিবারের দাবি, গত ৩ নভেম্বর সকালে বাবার সঙ্গে স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরে শিশুটি। পরে প্রতিদিনের মতো আশপাশের বাড়িতে শিশুদের সঙ্গে খেলাধুলা করতে যায়। বিকেল হলেও বাড়িতে না ফেরায় তার সন্ধানে খোঁজাখুঁজি শুরু হয়। তারপর তাকে আর কোথাও পাওয়া যায়নি। রোববার (১০ নভেম্বর) ভোর ৪টার দিকে গলায় রশি পেঁচানো অবস্থায় বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।



    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2025 - All right reserved by Sonar Desh 24 Ltd