২০২৫
4 বার পড়া হয়েছে
ঢাকার আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন লাগার পর পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
সোমবার (১০ মার্চ) সকাল ৯টায় মুক্তিযুদ্ধ জাদুঘর ভবনের নিচতলায় জেনারেটর ভবনে আগুন লাগে। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করে জানান, সকাল ৯টায় মুক্তিযুদ্ধ জাদুঘর ভবনের নিচতলায় জেনারেটর ভবনে বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং সকাল ৯টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক আগুনে ক্ষতির পরিমাণ জানা যায়নি।