বৃহস্পতিবার , ২৬শে ডিসেম্বর,
২০২৪

  • আইন আদালত

  • মাহমুদুর রহমান নামে দাফন করা লাশটি হারিছ চৌধুরীর


    সোনারদেশ ২৪ ডেস্ক


    বুধবার, ৪ঠা ডিসেম্বর,

    ২০২৪

    /

    19 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    ২০২১ সালে ঢাকার সাভারে মাহমুদুর রহমান নামে দাফন করা লাশটি বিএনপি নেতা আবুল হারিছ চৌধুরীর। কবর থেকে দেহাবশেষ তুলে করা ডিএনএ টেস্ট করে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। হারিছ চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরীর ডিএনএর সঙ্গে দেহাবশেষের ডিএনএর মিল পাওয়া গেছে।

     

    বুধবার (৪ ডিসেম্বর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহদীন চৌধুরী।

     

    পরে আদালতের আদেশে বলা হয়েছে, এখন পরিবারের পছন্দমতো কবরস্থানে হারিছ চৌধুরীর দেহাবশেষ দাফন করা যাবে।

     

    গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ২০২১ সালের ৪ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ও বিএনপির নেতা আবুল হারিছ চৌধুরীর মরদেহ ‘মাহমুদুর রহমান’ পরিচয়ে ঢাকার সাভারের জালালাবাদ এলাকায় একটি মাদ্রাসার কবরস্থানে দাফন করা হয়।

     

    রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ৫ সেপ্টেম্বর হারিছ চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরীর করা এক রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট বেঞ্চ হারিছ চৌধুরীর পরিচয় নির্ধারণে কবর থেকে দেহাবশেষ তুলে ডিএনএ টেস্ট করার নির্দেশ দেন।



    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2024 - All right reserved by Sonar Desh 24 Ltd