বৃহস্পতিবার , ২১শে নভেম্বর,
২০২৪

  • আন্তর্জাতিক

  • মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনকে হামলার অনুমতি বাইডেনের


    সোনারদেশ ২৪ ডেস্ক


    সোমবার, ১৮ই নভেম্বর,

    ২০২৪

    /

    6 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    রাশিয়ার অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনকে হামলার জন্য অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

     

    একজন মার্কিন কর্মকর্তা সিবিএস নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। এই সিদ্ধান্তের ফলে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে ওয়াশিংটনের নীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে।

     

    বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কয়েক মাস ধরে এটিএসিএমএস নামক এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের ওপর থেকে বিধিনিষেধ তুলে নেওয়ার আহ্বান জানিয়ে আসছিলেন, যাতে কিয়েভ তার নিজ সীমান্তের বাইরে হামলা করতে পারে।

     

    গতকাল রোববার এ সিদ্ধান্তের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, এ ধরনের বিষয় ঘোষণা দিয়ে হয় না। ক্ষেপণাস্ত্র নিজেরাই নিজেদের উপস্থিতি জানান দেবে।

     

    এর আগে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমা দেশগুলোকে এ ধরনের পদক্ষেপের বিরুদ্ধে সতর্ক করে বলেছেন, এটি ইউক্রেন যুদ্ধে ন্যাটো সামরিক জোটের সরাসরি অংশগ্রহণকে প্রতিনিধিত্ব করবে।

     

    তবে এ বিষয়ে এখন পর্যন্ত পুতিন কোনো মন্তব্য করেননি। যদিও ক্রেমলিনের অন্যান্য শীর্ষস্থানীয় রাজনীতিবিদরা একে গুরুতর উত্তেজনা বৃদ্ধি বলে আখ্যা দিয়েছেন।

     

    রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের প্রতিরক্ষামূলক কার্যক্রমের পরিপ্রেক্ষিতে ওয়াশিংটনের এই সিদ্ধান্ত এসেছে। আগস্টে কিয়েভ ওই অঞ্চলে ঝটিকা আক্রমণ করে।

     

    বাইডেন প্রশাসন কার্যত ইউক্রেনকে জানিয়ে দিল যে, তারা বর্তমানে রাশিয়ার যে ছোট অংশ দখল করে রেখেছে, তা ধরে রাখার প্রচেষ্টাকে সহায়তা দেবে। দখলকৃত এ অঞ্চল ভবিষ্যতে আলোচনার জন্য ইউক্রেনের শক্তিশালী হাতিয়ার হতে পারে।

     

    কিয়েভভিত্তিক ইউক্রেনীয় নিরাপত্তা ও সহযোগিতা কেন্দ্রের চেয়ারম্যান সের্হি কুজান বিবিসিকে বলেন, বাইডেনের এই সিদ্ধান্ত দেশটির জন্য খুবই গুরুত্বপূর্ণ'।তিনি বলেন, এটি এমন কিছু নয় যা যুদ্ধের গতিপথ পরিবর্তন করবে, তবে আমি মনে করি এটি আমাদের বাহিনীকে আরও শক্তিশালী করে তুলবে।

     

    যুক্তরাষ্ট্রের তৈরি করা এটিএসিএমএস মিসাইল প্রায় ৩০০ কিলোমিটার (১৮৬ মাইল) পর্যন্ত দূরত্ব পারি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মার্কিন কর্মকর্তারা নিউইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, মূলত রাশিয়া উত্তর কোরিয়ার সেনাদের ইউক্রেনে যুদ্ধ করার অনুমতি দেওয়ার সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বাইডেন এটিএসিএমএস ব্যবহারের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

     

    সের্হি কুজান বলেন, রুশ ও কোরিয়ান সেনারা মিলিত হামলায় ইউক্রেনীয় বাহিনীকে কুরস্ক অঞ্চল থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে যখন হামলার পরিকল্পনা করছে, সেই সময়ই এই সিদ্ধান্ত এল। এই আক্রমণ কয়েক দিনের মধ্যেই আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

     

    এর আগে, ইউক্রেন কুরস্কে ১১ হাজার উত্তর কোরিয়ার সেনা রয়েছে বলে জানিয়েছিল।

     

    মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের এই সিদ্ধান্ত যুক্তরাজ্য ও ফ্রান্সকেও ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে স্টর্ম শ্যাডো মিসাইল ব্যবহারের অনুমতি দিতে সক্ষম করবে।

     

    তবে, যুক্তরাজ্য বা ফ্রান্স কেউই এখনও বাইডেনের সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানায়নি।



    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2024 - All right reserved by Sonar Desh 24 Ltd