বুধবার, ১২ই মার্চ,
২০২৫

  • আন্তর্জাতিক

  • ভারতে সংখ্যালঘুবিরোধী ঘৃণামূলক বক্তব্য বেড়েছে ৭৪ শতাংশ


    সোনারদেশ ২৪ ডেস্ক


    সোমবার, ১০ই ফেব্রুয়ারি,

    ২০২৫

    /

    43 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    ভারতে ২০২৪ সালে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য বেড়েছে ৭৪ শতাংশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) ওয়াশিংটনভিত্তিক রিসার্চ গ্রুপ এ তথ্য জানিয়েছে।


    গত বছরের জাতীয় নির্বাচনকে ঘিরে এ ধরনের ঘৃণামূলক বক্তব্য বাড়ে উল্লেখযোগ্য হারে। ২০২৪ সালে ইন্ডিয়া হেট ল্যাব এক হাজার ১৬৫টি ঘটনা নথিভুক্ত করেছে। এগুলোকে তারা ঘৃণামূলক বক্তব্য হিসেবে চিহ্নিত করছে। এর আগের বছর দেশটিতে এ ধরনের ৬৬৮টি ঘটনা নথিভুক্ত করা হয়েছিল।


    রাজনৈতিক সমাবেশ, ধর্মীয় শোভাযাত্রা, বিক্ষোভ ও সাংস্কৃতিক সমাবেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে এসব ঘৃণামূলক বক্তব্য দেওয়া হয়।

    ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাস এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।


    প্রতিবেদনটি এমন এক সময় সামনে এল যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কয়েক দিনের মধ্যে বৈঠক হতে চলেছে। ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর জন্য দীর্ঘদিন ধরে মোদী সরকারের সমালোচনা করেছে আসছে হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বেশ কিছু মানবাধিকার সংগঠন।


    তবে সংখ্যালঘুদের প্রতি বৈষম্যের বিষয়টি অস্বীকার করেছে মোদী সরকার ও বিজেপি। ইন্ডিয়া হেট ল্যাব জানিয়েছে, গত বছরের এক তৃতীয়াংশ ঘৃণামূলক বক্তব্যের ঘটনা ঘটেছে ১৬ মার্চ থেকে ১ জুন নির্বাচনী প্রচারণার সময়। সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে মে মাসে। গ্রুপটি এপ্রিলে মোদীর মন্তব্যের উদ্ধৃতি দেয় যেখানে তিনি মুসলমানদের অনুপ্রবেশকারী হিসেবে উল্লেখ করেছিলেন যাদের বেশি সন্তান রয়েছে।


    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2025 - All right reserved by Sonar Desh 24 Ltd