শুক্রবার, ২০শে সেপ্টেম্বর,
২০২৪

  • আন্তর্জাতিক

  • ভারতে পালাতে চুক্তি, ১১ বাংলাদেশিকে জঙ্গলে রেখে পালিয়েছে দালাল


    সোনারদেশ ২৪ ডেস্ক


    রবিবার, ১লা সেপ্টেম্বর,

    ২০২৪

    /

    10 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    ভারতে পালাতে গিয়ে সুন্দরবনে দেশটির অংশে আটকা পড়েন ১১ বাংলাদেশি। শেষ পর্যন্ত তাদের উদ্ধার করেন ভারতীয় বন দপ্তরের কর্মীরা। ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের আটক করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম আজকালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

    আটকদের নাম পরিচয় কিছুই প্রকাশ করা হয়নি। সুন্দরবন থেকে উদ্ধার করা ১১ বাংলাদেশির বাড়ির খুলনায়। ছাত্র জনতার অভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারত পালিয়ে যাওয়ার পর তারাও দেশ ছাড়তে বাধ্য হন। এ জন্য ভারতে আসতে চেয়ে এক দালালের শরণাপন্ন হন তারা। তবে তাদের জঙ্গলে রেখে পালিয়েছে দালাল।

    আটক ওই ১১ জনের মধ্যে পাঁচটি শিশু, পাঁচজন নারী ও একজন পুরুষ রয়েছে। এদের মধ্যে এক নারী জানিয়েছেন, দালালের সঙ্গে ৪৫ হাজার টাকার চুক্তি হয়। কিন্তু ভারতে নিয়ে এসে দালাল তাদের জঙ্গলে ফেলে দিয়ে পালিয়ে যায়।

    শেষ পর্যন্ত টহলদারির সময় বন দপ্তরের কর্মীদের নজরে পড়েন তারা। সবাইকে সুন্দরবন কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এদের মধ্যে পুরুষদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ। 


    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2024 - All right reserved by Sonar Desh 24 Ltd