বুধবার, ১৫ই জানুয়ারি,
২০২৫

  • বিনোদন

  • ভারতের শীর্ষ ১০ করদাতা তারকা


    সোনারদেশ ২৪ ডেস্ক


    বৃহস্পতিবার , ৫ই সেপ্টেম্বর,

    ২০২৫

    /

    28 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    চলতি বছরে ভারতীয় তারকাদের মধ্যে সবচেয়ে বেশি করদাতার তালিকার শীর্ষে রয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। দ্বিতীয় অবস্থানে রয়েছেন তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়।

    ফরচুন ইন্ডিয়ার তথ্য অনুসারে, ‘ফিন্যান্সিয়াল ইয়ার-২০২৪’-এ ভারতীয় তারকাদের মধ্যে সর্বোচ্চ করদাতা বলিউড বাদশা শাহরুখ খান। তিনি ৯২ কোটি রুপি কর প্রদান করেছেন। ৮০ কোটি রুপি কর দিয়ে এ তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন থালাপাতি বিজয়। ৭৫ কোটি রুপি কর দিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। চতুর্থ অবস্থানে রয়েছেন অমিতাভ বচ্চন (৭১ কোটি রুপি)।

    অজয় দেবগন (৪২ কোটি রুপি), রণবীর কাপুর (৩৬ কোটি রুপি), হৃতিক রোশান (২৮ কোটি রুপি), কপিল শর্মা (২৬ কোটি রুপি), কারিনা কাপুর (২০ কোটি রুপি), শহিদ কাপুর (১৪ কোটি রুপি) যথাক্রমে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম অবস্থানে রয়েছেন।

    কয়েক দিন আগে প্রকাশিত হয় ‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট’। প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ এ তালিকায় জায়গা পান শাহরুখ খান। শুধু তাই নয়, রুপালি জগত থেকে জায়গা পাওয়া তারকাদের মধ্যে তার অবস্থান শীর্ষে।

    দ্য ইকোনোমিক টাইমসের তথ্য অনুসারে, চলতি বছরের হিসাব অনুযায়ী, শাহরুখ খানের মোট সম্পদের পরিমাণ ৭ হাজার ৩০০ কোটি রুপি (১০ হাজার ৪০০ কোটি টাকার বেশি)। তার এই আয়ের মূল উৎস আইপিএল ফ্র্যাঞ্চাইজি ‘কলকাতা নাইট রাইডার্স’ এবং প্রযোজনা প্রতিষ্ঠান ‘রেড চিলিস’।

    দীর্ঘ ৪ বছর পর ২০২৩ সালে রাজকীয়ভাবে বড় পর্দায় ফিরেন শাহরুখ খান। এ বছর তিনটি ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দেন তিনি। এগুলো হলো— ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’।


    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2025 - All right reserved by Sonar Desh 24 Ltd