বৃহস্পতিবার , ২১শে নভেম্বর,
২০২৪

  • আন্তর্জাতিক

  • ভারতের উত্তর প্রদেশে হাসপাতালে আগুন, ১০ শিশুর মৃত্যু


    সোনারদেশ ২৪ ডেস্ক


    শনিবার, ১৬ই নভেম্বর,

    ২০২৪

    /

    8 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    ভারতের উত্তরপ্রদেশের একটি মেডিকেল কলেজের শিশু ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ শিশু মারা গেছে। শুক্রবার (১৫ নভেম্বর) রাতে ঝাঁসি জেলায় এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত শিশুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

     

    জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) অবিনাশ কুমার গণমাধ্যমকে বলেছেন, মহারানি লক্ষ্মী বাই মেডিকেল কলেজের নবজাতকের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) গতকাল রাত আনুমানিক পৌনে ১১টার দিকে আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।

     

    হাসপাতালের প্রধান মেডিকেল সুপারিনটেনডেন্ট শচীন মহর বলেছেন, আগুন লাগার সময় সেখানে ৫৪টি শিশু ভর্তি ছিল। আগুন লাগার কারণে অনেক শিশু আটকা পড়েছিল। অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যদের সহায়তায় আটকা পড়া শিশুদের উদ্ধার করা হয়। শুরু থেকেই আগুন নেভানোর চেষ্টা করা হলেও ঘরটিতে অধিক পরিমাণে অক্সিজেন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ১০টি শিশু মারা গেছে। আহত শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

     

    উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এরই মধ্যে অগ্নিকাণ্ড সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। আহত শিশুদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন। এছাড়া তিনি ঝাঁসির বিভাগীয় কমিশনার ও পুলিশ রেঞ্জের উপপরিদর্শক জেনারেলকে ১২ ঘণ্টার মধ্যে অগ্নিকাণ্ড নিয়ে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।



    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2024 - All right reserved by Sonar Desh 24 Ltd