রবিবার, ১৩ই অক্টোবর,
২০২৪

  • আন্তর্জাতিক

  • বৈরুতে ফেলা হয়েছে ৮৫ হাজার কেজি বোমা


    সোনারদেশ ২৪ ডেস্ক


    শনিবার, ২৮শে সেপ্টেম্বর,

    ২০২৪

    /

    11 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    লেবাননের রাজধানী বৈরুতসহ দেশটির বিভিন্ন স্থানে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত হিজবুল্লাহর শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। শুক্রবার রাতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহও নিহত হয়েছেন।

     

    শুক্রবার থেকে বৈরুতে বিমান হামলায় ইসরায়েল কী ধরনের বোমা ব্যবহার করছে, সে বিষয়ে আল-জাজিরার প্রতিরক্ষা বিষয়ক সম্পাদক অ্যালেক্স গ্যাটোপোলস বলেছেন, ‘আজকাল যেসব বোমা ফেলা হয়েছে তা নির্ভুল-নির্দেশিত, তবে আপনি যখন উচ্চভবন এলাকায় এগুলো ফেলবেন তখন কী ঘটতে পারে সেই সম্পর্কে আসুন ধারণা নেই। এই ৮৫টি বোমা যেগুলোর ওজন ৮৫ হাজার কিলোগ্রাম, সেগুলো কয়েক সেকেন্ডের মধ্যে একটি শহরের ব্লকের আকারের একটি এলাকায় ফেলে দেওয়া হয়েছে।

     

    বোমার ধ্বংসযজ্ঞের পরিসীমা সম্পর্কে তিনি বলেন, প্রতিটি বোমার ধ্বংস ক্ষমতার ব্যাসার্ধ ৩৩ মিটার। এর মানে হচ্ছে ৩৩ মিটার ব্যাসার্ধের মধ্যে সবকিছুই মারা যাচ্ছে - এবং আপনি কেবলমাত্র তাদের ৮৫টি একটি শহরের উচ্চভবন এলাকায় ফেলে দিয়েছেন। এগুলো অত্যন্ত ধ্বংসাত্মক এবং আমরা সম্ভবত এটি আবার দেখতে যাচ্ছি।



    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2024 - All right reserved by Sonar Desh 24 Ltd