২০২৫
36 বার পড়া হয়েছে
কয়েক মাস আগে মুম্বাইয়ে গরিব অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করতে গিয়ে মেজাজ হারান বলিউড অভিনেত্রী সারা আলী খান। এবার বিমানে কেবিন ক্রুর ওপরে মেজাজ হারালেন এই অভিনেত্রী। আর এ মুহূর্তের একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
মুঠোফোনে ধারণ করা এ ভিডিওতে দেখা যায়, সারা আলী খানের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে একজন কেবিন ক্রু, দাঁড়িয়ে রয়েছেন বিমানের পাইলটও। সারা আলীর চোখে-মুখে রাখের ছায়া।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, একটি ফ্লাইটে ভ্রমণ করার সময়ে দুর্ঘটনাবশত সারা আলী খানের পরনের পোশাকের ওপরে জুস ফেলে দেন বিমানের কেবিন ক্রু। এরপরই রেগে যান এই অভিনেত্রী।
নেটিজেনরা। অনেকেই তার কড়া সমালোচনা করছেন। তবে কেউ কেউ এটিকে ‘মিথ্যা’ বলে মন্তব্য করেছেন। কারো কারো দাবি— এটি একটি বিজ্ঞাপনের শুটিংয়ের দৃশ্য। তবে এ নিয়ে এখনো মুখ খুলেননি সারা আলী খান।
বর্তমানে সারা আলী খানের হাতে চারটি সিনেমার কাজ রয়েছে। এসব সিনেমা হলো— ‘মেট্টো ইন দিনো’, ‘স্কাই ফোর্স’, ‘ঈগল’ প্রভৃতি।