বৃহস্পতিবার , ২৬শে ডিসেম্বর,
২০২৪

  • জাতীয়

  • বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্কের প্রত্যাশা ভারতের পররাষ্ট্র সচিবের


    সোনারদেশ ২৪ ডেস্ক


    সোমবার, ৯ই ডিসেম্বর,

    ২০২৪

    /

    9 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    পারষ্পরিক সৌহার্দপূর্ণতার ভিত্তিতে বাংলাদেশের সাথে ইতিবাচক সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

     

    তিনি বলেন, প্রতিবেশী দেশ হিসেবে আমরা সবসময় চাই বাংলাদেশের সাথে ইতিবাচক সম্পর্ক থাকুক। আজকের বৈঠকেও (এফওসি) আমরা এ বিষয়ে আলোচনা করেছি

     

    সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই দেশের সচিব পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

     

    ভারতের পররাষ্ট্র সচিব বলেন, ‘‘বাংলাদেশ-ভারতের দুইপক্ষের স্বার্থ রক্ষা করে অন্তর্বর্তী সরকারের সঙ্গে দিল্লি কাজ করতে চায়।’’

     

    তিনি বলেন, ‘‘আমরা আশা করি আগামীতেও এই সুন্দর সম্পর্ক অব্যাহত থাকবে।’’

     

    তিনি জানান, ভারত দুই দেশের জনগণের মধ্যে সুসম্পর্ক চায়। তবে, বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা ইস্যুতে উদ্বেগ জানিয়েছে দিল্লি। ধর্মীয়, সাংস্কৃতিক ও কূটনৈতিক স্থাপনার হামলার ঘটনা নিয়েও আলোচনা হয়েছে, এ ব্যাপারে বাংলাদেশের ইতিবাচক দৃষ্টিভঙ্গি আশা করে ভারত।

     

    এরপর বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন বিক্রম মিশ্রি।

     

    এর আগে সোমবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। ৫ আগস্টের পট পরিবর্তনের পর এই প্রথম দিল্লির কোনো নীতি-নির্ধারক ঢাকা সফরে আসলেন। বেলা ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সাথে এফওসি বৈঠকে যোগ দেন তিনি।



    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2024 - All right reserved by Sonar Desh 24 Ltd