২০২৫
29 বার পড়া হয়েছে
বগুড়া সদর উপজেলায় মিজানুর রহমান মিজান (৩৫) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মিজানুর রহমান মিজান বগুড়া সদর উপজেলা গোকুল উত্তরপাড়ার গ্রামের মৃত আফছার আলী সাকিদারের ছেলে।
তিনি সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ৷
সোমবার (০৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার গোকুল বন্দরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিজানুর রহমান রাতে গোকুল এলাকায় ইউনিয়ন পরিষদের সামনে গোডাউন এলাকায় বসেছিলেন। রাত ৯টার দিকে বেশ কয়েকটি মোটরসাইকেলযোগে একদল দুর্বৃত্ত সেখানে আসে। তারা মিজানকে ঘিরে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মোটরসাইকেলযোগে মহাস্থানের দিকে চলে যায়। পরে গুরুতর অবস্থায় মিজানকে উদ্ধার করে প্রথমে স্থানীয় টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দলটির একটি সূত্র জানায়, গোকুল এলাকার এক সম্প্রতি বহিষ্কৃত এক যুবদল নেতার সঙ্গে বিরোধের জের ধরে ওই হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, মিজানের মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কাজ করছে। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে জানার এবং জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।