সোমবার, ৬ই মে,
২০২৪

  • সারাদেশ ঢাকা

  • ফের হাসপাতালে শিক্ষার্থীর মৃত্যু, আটক ৪ ডাক্তার


    সোনারদেশ ২৪ ডেস্ক


    মঙ্গলবার, ১৯শে মার্চ,

    ২০২৪

    /

    14 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এপেন্ডিসাইটিস অপারেশন করাতে গিয়ে মারা গেছেন পঞ্চম শ্রেণির ছাত্রী তা‌ছিয়া জাহান তনায়া (১২)। তিনি সোনারগাঁও উদয়ন আদর্শ বিদ‌্যা‌নিকেতনের শিক্ষার্থী। পরিবারের অভিযোগ ভুল চি‌কিৎসায় তাদের সন্তান‌কে হত‌্যা ক‌রা হয়েছে।

    মঙ্গলবার (১৯ মার্চ ) দুপুর ২টার দি‌কে এ ঘটনা ঘটে বসুন্ধরা আদদ্বীন হাসপাতা‌লে।

    স্বজনদের অভিযোগ, দুপুরে এপেন্ডিসাইটিস অপারেশনের জন্য ওটিতে হেঁটে যায় তা‌স‌নিয়া জামান তনয়া। কিন্তু তনয়া ওটি থেকে ফেরে লাশ হয়ে। ভুল চি‌কিৎসায় তাদের সন্তান‌কে হত‌্যা ক‌রা হয়েছে। এর সুষ্ঠু বিচার দাবি করেন তারা।

    তনয়ার বাবা ম‌নিরুজ্জামান বলেন, আমার মে‌য়ে পে‌টে ব‌্যথা অনুভব কর‌লে সোমবার আদদ্বীন হাসপাতা‌লে নি‌য়ে যাই। তখন ডাক্তার এটা এপেন্ডিসাইটিসের ব্যথা উল্লেখ করে অপারেশন করার কথা বলেন। তখনি মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়।

    দ‌ক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাহাবুব আলম ব‌লেন, এ ঘটনায় জিজ্ঞাসাবা‌দের জন‌্য ৪ জন চি‌কিৎসক‌কে আটক ক‌রা হ‌য়ে‌ছে। তদন্তসাপেক্ষে আইনগত ব‌্যবস্থা নেওয়া হ‌বে। বর্তমানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

    কয়েক মাস আগে রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খতনা করতে গিয়ে শিশু আয়ানের মৃত্যু হয়। তারপরেই মালিবাগের জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে আহনাফ তাহমিন আয়হাম (১০) নামের আরেক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। একের পর এক এমন মৃত্যুর ঘটনায় নাড়া দেয় সারাদেশ।

     


    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2024 - All right reserved by Sonar Desh 24 Ltd