২০২৫
49 বার পড়া হয়েছে
মার্কিন সুপার মডেল বেলা হাদিদ ও জিজি হাদিদ সম্পর্কে দুই বোন। তারা মার্কিন তারকা হলেও ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনে খুবই সক্রিয় এবং ফিলিস্তিনের নিপীড়িত মানুষের জন্য হৃদয় কাঁদে তাদের। এ কারণেই নিপীড়িত দেশটির মানুষের পাশে দাঁড়িয়ে বেশ কয়েকবার আর্থিক সহায়তা প্রদান করেছেন দুই বোন। এবার দেশটির অবরুদ্ধ মানুষের জন্য ১০ লাখ ডলার অনুদান পাঠালেন বেলা হাদিদ ও জিজি হাদিদ।
তারকাদের নিয়ে সংবাদ পরিবেশন করা দ্য হলিউড রিপোর্টের প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের শিশু ও পরিবারগুলোর জন্য অনুদান পাঠিয়েছেন বেলা ও জিজি। পৃথক চারটি সংগঠনের মাধ্যমে এই অর্থ প্রদান করেছেন তারা।
দাতব্য সংগঠনগুলো হচ্ছে ‘হিল প্যালেস্টাইন’, ‘প্যালেস্টাইন চিলড্রেনস রিলিফ ফান্ড (পিসিআরএফ)’, ‘ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন (ডব্লিউসিকে)’ ও ‘ইউএন রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি (ইউএনআরডব্লিউ)। সংগঠনগুলো বাস্তুচ্যুত পরিবারের সহায়তায় খাদ্য, চিকিৎসা কার্যক্রমের মতো বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে কাজ করে থাকে।