
২০২৬
1 বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে উৎসবমুখর প্রচারণা শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বরিশাল-৫ আসনে দলের হেভিওয়েট প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বরিশাল সদর রোড থেকে নেতাকর্মীদের নিয়ে প্রচারণা শুরু করেন।
ঢাকা-৪ আসনের প্রার্থী দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী জুরাইন তুলাবাগিছা এলাকা থেকে প্রচারণা শুরু করেন।
খুলনা-৩ আসনের প্রার্থী দলের নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল দৌলতপুর থানার নতুন রাস্তা ও মহেসার পাশা এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। খুলনা-৪ আসনের প্রার্থী দলের মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ দিঘলিয়া উপজেলার পথেরবাজার বেলেঘাট এলাকা থেকে গণসংযোগ শুরু করেন।
গাজীপুর-৫ আসনের প্রার্থী দলের মুখপাত্র ও সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান কালীগঞ্জ পৌরসভার সামনে থেকে গণসংযোগ শুরু করেন। কুমিল্লা-২ আসনের প্রার্থী দলের যুগ্ম-মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম তিতাস উপজেলার উজিরাকান্দি ভুঁইয়ার বাজার (বিবির বাজার) এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। ঢাকা-১১ আসনের প্রার্থী দলের যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ রাজধানীর ভাটারা থানার নূরেরচালা এলাকা থেকে গণসংযোগ শুরু করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একইসঙ্গে সারাদেশের ২৫৯ আসনের সব প্রার্থী উৎসবমুখর পরিবেশে একযোগে প্রচারণা শুরু করেছেন। এ সময় দলের নেতাকর্মীর পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার তাদের সঙ্গে প্রচারণায় মানুষ অংশ নেন।