বুধবার, ৮ই জানুয়ারি,
২০২৫

  • জাতীয়

  • পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তার লতিফ বিশ্বাস


    সোনারদেশ ২৪ ডেস্ক


    রবিবার, ৫ই জানুয়ারি,

    ২০২৫

    /

    5 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং ১৫ পুলিশ হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানো হয়েছে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে।

     

    রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. ফারুক হোসেন।

     

    তিনি বলেন, লতিফ বিশ্বাসকে এনায়েতপুরে পুলিশ হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখিয়ে আদালতে পাঠিয়েছেন। 

     

    আব্দুল লতিফ বিশ্বাস ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি সিরাজগঞ্জ জেলা পরিষদের দুইবার চেয়ারম্যান নির্বাচিত হন এবং জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতির দায়িত্বও পালন করেন। 

     

    এর আগে আজ দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার কামারপাড়া গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে লতিফ বিশ্বাসকে আটক করে যৌথবাহিনী। আটকের পর তাকে সিরাজগঞ্জ সরকারি কলেজে সেনাক্যাম্পে নেওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

     

    সেনাবাহিনীর সিরাজগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল নাহিদ আল-আমীন বলেন, যৌথ অভিযানে লতিফ বিশ্বাসকে আটক করে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। অতীতে অস্ত্র ও নির্বাচন ব্যবস্থায় তার ভূমিকা কি ছিল এছাড়াও গত পাঁচই আগস্টের আগে তার ভূমিকা কেমন ছিল সেসব বিষয়ে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

     

    জানা যায়, ৫ আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে লতিফ বিশ্বাস নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। তার নির্বাচনী এলাকায় হত্যাসহ একাধিক মামলা থাকলেও কোনো মামলাতেই তাকে আসামি করা হয়নি। এ কারণে তিনি এলাকাতেই অবস্থান করছিলেন। এ অবস্থায় শনিবার (৪ জানুয়ারি) রাতে তিনি এনায়েতপুর খাজা ইউনুস আলীর বার্ষিক ওরস মাহফিলে যোগ দিতে গেলে কিছু লোক তার গাড়ি আটকে দেয়। এ সময় দুর্বৃত্তদের ঢিলে তার গাড়ির গ্লাস ভেঙে যায়। পরে দরবার শরিফের নিরাপত্তাকর্মীরা তাকে উদ্ধার করে নিয়ে যায়। 

     

    বেলকুচি থানার ওসি জাকারিয়া হোসেন ও এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানির সাথে কথা বলে জানা যায়, লতিফ বিশ্বাসরে বিরুদ্ধে কোনো থানায় মামলা ছিল না।



    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2025 - All right reserved by Sonar Desh 24 Ltd