২০২৪
20 বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ী এলাকার চিটাগাং রোডে ইমন হোসেন গাজী নামের এক যুবককে হত্যার মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, দীপু মনি ও জুনাইদ আহমেদ পলকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মাহমুদুল হাসান জয় নামে আরেকজন নিহতের ঘটনায় যাত্রাবাড়ী থানার আরেক মামলায় সালমান এফ রহমান ও জুনায়েদ আহমেদ পলককে ৫ দিনের রিমান্ড দেওয়া হয়েছে।
যাত্রাবাড়ীতে সাকিব হাসান নিহতের মামলায় দীপু মনি ও জুনায়েদ আহমেদ পলকের আরও ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। রফিকুল ইসলাম নিহতের ঘটনায় যাত্রাবাড়ী থানার আরেক মামলায় ডিবি পুলিশের সাবেক ডিসি মশিউর রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। নিউমার্কেট থানা এলাকায় মাজেদুল ইসলাম নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় জুনায়েদ আহমেদ পলকের ৫ দিনের রিমান্ড দেন আদালত।
মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
এদিন সকালে তাদের আদালতে হাজির করা হয়। ইমাম হোসেন হত্যা মামলায় ১০ দিন, সাকিব হত্যা মামলায় ১০ দিন, মাহমুদুল হাসান জয় হত্যা মামলায় সাত দিন, রফিকুল ইসলাম নিহতের মামলায় ৫ দিনের রিমান্ড আবেদন করে যাত্রাবাড়ী থানা পুলিশ। এছাড়া, নিউমার্কেট থানার হত্যাচেষ্টা মামলায় পলকের ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়।
আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধীতা করে। শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।
রাজধানীর যাত্রাবাড়ী এলাকার চিটাগাং রোডে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ইমন হোসেন গাজী নামের এক যুবক। এ ঘটনায় তার ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে ২৮ আগস্ট যাত্রাবাড়ী থানায় ৮৫ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১৪ বছরের কিশোর মাহমুদুল হাসান জয় একজন সক্রিয় সদস্য ছিলেন। গত ৫ আগস্ট সে ছাত্র আন্দোলনের ডাকা মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দেয়। ওই দিন বেলা ১১টায় যাত্রাবাড়ীর শনিরআখড়া ব্রিজের কাছে পৌঁছালে মাহমুদুল হাসান জয় গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জয়ের পূর্ব পরিচিত দাবিকারী রাজধানীর মোহাম্মদপুর থানার সাত মসজিদ
হাউজিংয়ের বাসিন্দা মো. রবিউল আউয়াল শেখ হাসিনাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা করেন।
গত ১৮ জুলাই যাত্রাবাড়ীর কাজলা বিশ্ব রোড এলাকায় গুলিতে সাকিব হাসান মারা যায়।
গত ১৮ জুলাই যাত্রাবাড়ী থানাধীন মনোয়ারা হাসপাতালের সামনে রফিকুল ইসলাম গুলিবিদ্ধ হন। পরদিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
গত ২ আগস্ট নিউমার্কেট থানাধীন ২ নং গেটের সামনে হামলা ও গুলিতে আহত হন মাজেদুল ইসলাম।