সোমবার, ১০ই ফেব্রুয়ারি,
২০২৫

  • সারাদেশ রাজশাহী

  • নেতাকর্মীদের ফাঁসানোর অভিযোগ যুব মহিলা লীগ নেত্রীর বিরুদ্ধে


    সোনারদেশ ২৪ ডেস্ক


    শনিবার, ২৭শে জুলাই,

    ২০২৫

    /

    35 বার পড়া হয়েছে


    a পাবনা জেলা যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট আরেফা খানম শেফালী

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    কৃষি অধিদপ্তরের লোক বলে ভুয়া ত্রাণদাতাদের সঙ্গে যোগসাজস করে দলীয় কর্মীদের প্রতারণার মাধ্যমে ফাঁসিয়ে দেওয়ার অভিযােগ উঠেছে পাবনা জেলা যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট আরেফা খানম শেফালী বিরুদ্ধে। 

    প্রতারণার শিকার হওয়ার পর বিষয়টি তাকে জানালে তিনি উল্টো নেতাকর্মীদের বাড়াবাড়ি করতে নিষেধ করেন। সেইসাথে কোথাও অভিযোগ করলে দলীয় পদপদবি কেড়ে নেয়ারও হুমকি দেন অভিযুক্ত নেত্রী।

    তবে তার চোখরাঙানি উপেক্ষা করে এ বিষয়ে পাবনার ঈশ্বরদী থানা ও পাবনা জেলা আইনজীবি সমিতিতে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নেতাকর্মীরা।

    লিখিত অভিযোগে ভুক্তভোগী নেতাকর্মীরা জানান, গত ৪ জুন পাবনা জেলা যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট আরেফা খানম শেফালী নেতাকর্মীদেরকে একটি মোবাইল নম্বর দিয়ে বলেন, ওই মোবাইল নাম্বারটি কৃষি অধিদপ্তরের লোকের। এলাকার দরিদ্র ব্যক্তিদের ত্রাণ দিবে তারা-এমন বিষয়ে কথা বলতে বলেন এবং তারা যেভাবে যা করতে বলে তা করার জন্যও তাদেরকে নির্দেশ দেন শেফালী।

    তার নির্দেশমতো নেতাকর্মীরা কথিত সেই কৃষি অধিদপ্তরের লোকদের সঙ্গে কথা বলেন। তারা নেতাকর্মীদেরকে আবেদন ফিসহ নানা বিষয়ের কথা বলে বিপুল অংঙ্কের টাকা নেন। এরপর কৃষি অফিসে সেই ত্রাণ আনতে গিয়ে বুঝতে পারেন তারা প্রতারণার শিকার হয়েছেন। তারপর থেকে কথিত সেই কৃষি অফিসারদের নাম্বারও বন্ধ হয়ে গেছে। পরে বিষয়টি নিয়ে নেতাকর্মীরা শেফালির মুখোমুখি হলে শেফালী ভুক্তভোগী নেতাকর্মীদের নানা হুমকি-ধামকি দেন। কোনো অভিযোগ দিলে পদপদবী কেড়ে নেওয়ারও হুমকি দেন।

    ভুক্তভোগীদের মধ্যে ঈশ্বরদী উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মেরিনা ইয়াসমিন লাকী বলেন, আমি তাঁর কথামতো ওই কৃষি অফিসারের সাথে কথা বলি। তিনি আমাকে ৩০ জন দরিদ্র মানুষকে আর্থিক সহায়তার কথা বলে ফরম পূরণ বাবদ ১৫ হাজার টাকা নগদের মাধ্যমে হাতিয়ে নেন। এছাড়া ওই কৃষি কর্মকর্তা আরও ১৮ জনকে সহায়তার কথা বলে আমার কাছ থেকে আরও ৪৬০০ টাকা নেন। পরে আমি ঈশ্বরদী উপজেলা কৃষি অফিসে খোঁজ নিয়ে জানতে পারি এমন কোনো কার্যক্রম তাদের চালু নেই। পরে প্রতারণার ঘটনা বুঝতে পেরে ঈশ্বরদী থানা ও জেলা বার সমিতিতে লিখিত অভিযোগ দিয়েছি।

    পাবনা পৌর মহিলা যুব লীগের অর্থ সম্পাদক রাবেয়া খাতুন তিশা বলেন, একইভাবে ওই কৃষি কর্মকর্তা আমার কাছ থেকেও দুই দফায় বিকাশ এজেন্ট ও পার্সোনাল নম্বরের মাধ্যমে ৪০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। বিষয়টি জেলা যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট আরেফা খানম শেফালীকে জানালে তিনি খারাপ ব্যবহার করেন এবং টাকার কথা ভুলে যেতে বলেন।

    জেলা যুব মহিলা লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জুবায়দার খান মুন্নি বলেন, শেফালী আপার মাধ্যমে ওই কৃষি কর্মকর্তার নম্বরে যোগাযোগ করে আমিও প্রতারণার শিকার হয়েছি। আমাকে ৩৫ জন দরিদ্রকে আর্থিক সহায়তার কথা বলে বিকাশের মাধ্যমে ২২ হাজার ৭৩০ টাকা নিয়েছে প্রতারকরা। শেফালী আপাকে জিজ্ঞেস করলে তিনি উল্টো হুমকি দেন।

    অভিযুক্ত পাবনা জেলা যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট আরেফা খানম শেফালী বলেন, নম্বরটি আমি সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি জলি আপার কাছ থেকে পেয়েছিলাম। উনি আমাকে মেয়েদেরকে দেওয়ার কথা বলেছিলেন। তার কথামতোই আমি মেয়েদের সেই নম্বরটা দিয়েছিলাম। কিন্তু মেয়েদের কোনো টাকা-পয়সা আমি দিতে বলিনি। টাকা দেওয়ার সময় মেয়েরা আমাকে জানায়ওনি। আর হুমকি-ধামকি দেওয়ার অভিযোগ সত্যি নয়।

    এ বিষয়ে সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি নাদিরা ইয়াসমিন জলি বলেন, আসলে নাম্বারটা আমিই শেফালিকে দিয়েছিলাম। কিন্তু আমরা কেউ বুঝতে পারি নাই তারা প্রতারক। আমরা আসলে প্রতারণার শিকার হয়েছি। তবে শেফালি বলেছে যে, ও কাউকে টাকা-পয়সা দিতে বলেনি। মেয়েরা নিজেরাই টাকা-পয়সা লেনদেন করেছে। ওরা টাকা পয়সা দেওয়ার আগে একটু আমাদের জানালে বিষয়টি হয়তো এতদূর যেতো না।

    এ ব্যাপারে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সভাপতি ডেইজী সারোয়ার বলেন, যদি তারা (নেতাকর্মী) প্রতারণার বিষয়ে আরেফা খানম শেফালীর জড়িত থাকার তথ্য-প্রমাণসহ অভিযোগ দেয়, তাহলে আমরা ব্যবস্থা গ্রহণ করব।

    এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর থেকে তদন্ত চলমান রয়েছে। আমরা সবকিছু খতিয়ে দেখছি। যেসব বিকাশ নাম্বার দেওয়া হয়েছে, তারপর অভিযুক্তের সাথে তাদের যোগাযোগ, সবকিছুই তদন্ত করা হচ্ছে। আসলে প্রতারক চক্র নানাভাবে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিচ্ছে। এজন্য সবাইকে সতর্ক থেকে যাচাই বাছাই করে লেনদেন করা উচিত।


    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2025 - All right reserved by Sonar Desh 24 Ltd