২০২৪
22 বার পড়া হয়েছে
লালমনিরহাটের হাতীবান্ধায় নিখোঁজের একদিন পর ডোবা থেকে নাহিয়ান নুর আরবি (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নাহিয়ান নুর আরবী ওই ইউনিয়নের নুর আলমের মেয়ে।
রোববার (১৩ অক্টোবর) সকালে ডাউয়াবাড়ী ইউনিয়নের বাড়ির পাশের ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নে বাড়ির পাশে একটি ডোবায় মাছ ধরতে যায় ওই শিশু। মাছ ধরতে গিয়ে সে নিখোঁজ হন। সে বাড়িতে ফিরে না আসলে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। পরে হাতীবান্ধা ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘণ্টা ডোবায় চেষ্টা করে না পেয়ে ফিরে যান। আজ রোববার সকালে ডোবা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।
ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান বলেন,মাছ ধরতে গিয়ে ওই শিশু নিখোঁজের পর আজ সকালে তার মরদেহ উদ্ধার হএ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ না থাকলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।য়েছে।