মঙ্গলবার, ১০ই ডিসেম্বর,
২০২৪

  • সারাদেশ রাজশাহী

  • নাটোরে টিসিবি কার্ড বিতরণ নিয়ে দুপক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১


    সোনারদেশ ২৪ ডেস্ক


    বৃহস্পতিবার , ১৪ই নভেম্বর,

    ২০২৪

    /

    37 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    নাটোরের বড়াইগ্রামে টিসিবির কার্ড বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় রুবেল হোসেন নামে এক বিএনপিকর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

     

    বুধবার (১৩ নভেম্বর) উপজেলার গোপালপুর ইউনিয়নের রাজাপুর এলাকায় এই ঘটনা ঘটে।

     

    আহত রুবেলকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

     

    স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক জানান, এবারের টিসিবি কার্ড উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল আলম রনি ও জামায়াত নেতাদের পক্ষ থেকে বিতরণ করা হয়। বুধবার বিতরণ কার্যক্রম নিয়ে রনির চাচা ইউপি সদস্য বেলাল হোসেনের সঙ্গে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহিন খলিফার সমর্থক সামাদ মেম্বারের বিতর্ক হয়। এর একপর্যায় লাঠিসোঁটা নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। চলে গোলাগুলি। এ সময় শাহিন গ্রুপের বিএনপি কর্মী রুবেল হোসেন হাতে গুলিবিদ্ধ হন। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

     

    এ ব্যাপারে শাহিন খলিফা বলেন, ‘উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল আলম রনির চাচা ইউপি সদস্য বেলাল হোসেন টিসিবির কার্ড দিতে কার্ডপ্রতি এক হাজার টাকা করে চাঁদা নিচ্ছিলেন। আমরা প্রতিবাদ করায় রনির লোকেরা সংঘর্ষে জড়ায়। তাদের ভাড়াটিয়া গুন্ডারা অবৈধ অস্ত্র নিয়ে হামলা করে।’

     

    যোগাযোগ করা হলে শামসুল আলম রনি বলেন, ‘ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে। যার যা ইচ্ছে তা মুখে বললেই হবে না। আর কার্ড দিয়ে টাকা নেওয়ার ঘটনায় কেউ যদি একটা প্রমাণ দিতে পারে তাহলে নাকে খত দিয়ে রাজনীতি ছেড়ে দেবো। আমার সুনাম নষ্ট করতে কেউ এসব কথা রটাচ্ছে।’

     

    এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। তবে এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন করা রয়েছে।’



    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2024 - All right reserved by Sonar Desh 24 Ltd