২০২৫
47 বার পড়া হয়েছে
নরসিংদী রায়পুরায় ট্রেনে কাটা পড়ে পাঁচজনের মৃত্যুর দিনে রেললাইন থেকে আরও একজনের মরদেহ উদ্ধার হয়েছে।
সোমবার (৮ জুলাই) দুপুরে টার মেথিকান্দা রেলস্টেশন সংলগ্ন শ্রীরামপুর রেলগেট এলাকা থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।
অবশ্য এ স্থানটি পাঁচজনের মরদেহ উদ্ধারস্থল থেকে ৫ কিলোমিটার দূরে। ট্রেনে কাটা পড়ে নিহত এই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৩০ এর কাছাকাছি বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অনেকক্ষণ যাবতই ওই ব্যক্তি রেললাইনে বসে ছিল। কিছুক্ষণ পর আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনটি বেলা সাড়ে ১১টায় শ্রীরামপুর রেলগেট এলাকা অতিক্রম করছিল। তখন ওই ব্যক্তিকে বসে থাকতে দেখে কাছাকাছি এসে কয়েকবার হুইসেল বাজায় ট্রেনটি। তারপরও সে উঠে যায়নি। বরং ওইখানে শুয়ে পড়ে। পরবর্তীতে ট্রেন তাকে চাপা দিয়ে চলে যায়। পরে রেলওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
নরসিংদী সদর হাসপাতালের আর এম মো. মাহমুদুল কবির বলেন, ট্রেনে কাটা একটি লাশ মর্গে আনা হয়েছে। এখনো তার নাম পরিচয় বা ঠিকানার কোনো সন্ধান মেলেনি।