বুধবার, ৮ই জানুয়ারি,
২০২৫

  • জাতীয়

  • নবম-দশম শ্রেণির ইংরেজি পাঠ্যবইয়ে আবু সাঈদের মৃত্যুর তারিখ ভুল!


    সোনারদেশ ২৪ ডেস্ক


    রবিবার, ৫ই জানুয়ারি,

    ২০২৫

    /

    5 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হওয়ার তারিখ নবম-দশম শ্রেণির ইংরেজি পাঠ্যবইয়ে ভুল ছাপা হয়েছে।

     

    ২০২৪ সালের ১৬ জুলাই দেশজুড়ে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের ছাত্র আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন। গুলি লাগার মুহূর্তে দুই হাত প্রসারিত করে দাঁড়ানো আবু সাঈদের ছবি ছড়িয়ে পড়লে দেশজুড়ে মানুষ রাস্তায় নেমে আসে।

     

    একপর্যায়ে শিক্ষার্থীদের সেই আন্দোলন পরবর্তীতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রূপ নেয়। আর প্রবল আন্দোলনের মধ্যে ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা।

     

    তবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রকাশিত চলতি শিক্ষাবর্ষের নবম-দশম শ্রেণির ইংরেজি পাঠ্যবইয়ে আবু সাঈদের হত্যার তারিখ উল্লেখ ভুল উল্লেখ করা হয়েছে। ইংরেজি বইয়ের গ্রাফিতি অধ্যায়ে বলা হয়েছে, ২০২৪ সালের ১৭ জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিরস্ত্র আবু সাঈদ শহীদ হন।

     

    তবে বাংলা সাহিত্য বইয়ে সঠিকভাবে উপস্থাপন করা হয়েছে। আমাদের নতুন গৌরবগাঁথা’ শিরোনামে নতুন যুক্ত করা অধ্যায়ে বলা হয়, ১৬ই জুলাই আন্দোলন তার সবচেয়ে কার্যকর ও পরিচিত ছবিটি পেয়ে যায়। এটা হলো রংপুরে আবু সাঈদের বুক চিতিয়ে পুলিশের গুলির সামনে এগিয়ে যাওয়া।

     

    এ প্রসঙ্গে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান বলেন, নবম-দশম শ্রেণির ইংরেজি বইয়ে আবু সাঈদের মৃত্যুর দিনটি ভুলভাবে উপস্থাপন হয়েছে। তবে একই শ্রেণির বাংলা সাহিত্য বইয়ে তা ঠিক আছে। এ ভুলগুলো অনলাইন কপিতে সংশোধন করা হচ্ছে। আর সবগুলো ভুলের বিষয়ে সংশোধনী বিজ্ঞপ্তি জারি করা হবে।



    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2025 - All right reserved by Sonar Desh 24 Ltd