২০২৫
43 বার পড়া হয়েছে
দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট গণণা শুরু হয়েছে। এখন পর্যন্ত দিল্লিতে আম আদমি পার্টি (এএপি) থেকে বিজেপি এগিয়ে আছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি (এএপি) এবং বিজেপি তীব্র প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে।
এদিকে, এএপি ক্ষমতায় ফিরে আসবে বলে আশাবাদী। একইসাথে অরবিন্দ কেজরিওয়াল চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হবেন বলেও তারা আশাবাদী। তবে কেজরিওয়াল, মনীশ সিসোদিয়া এবং মুখ্যমন্ত্রী অতীশিসহ দলটির শীর্ষ নেতারা তাদের নিজ নিজ আসন থেকে পিছিয়ে রয়েছেন।
সাবেক মুখ্যমন্ত্রী কেজরিওয়াল নয়া দিল্লি বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে তিনি বিজেপির পারভেশ ভার্মা থেকে পিছিয়ে আছেন। অপরদিকে, দিল্লির প্রাক্তন শিক্ষামন্ত্রী মিঃ সিসোদিয়া জংপুরা থেকে পিছিয়ে রয়েছেন। কালকাজি থেকে বিজেপির রমেশ বিধুরি এগিয়ে আছে।
এনডিটিভির সরাসরি আপডেট অনুসারে ৭০টি আসনের মধ্যে ৪৮টি আসনে এগিয়ে আছে বিজেপি। অপরদিকে, গত নির্বাচনের সংখ্যাগরিষ্ঠ দল আম আদম পার্টি (এএপি) এগিয়ে আছে ২১টি আসনে। এছাড়া কংগ্রেস একটি আসনে এগিয়ে আছে।
উল্লেখ্য, ২০২০ সালের দিল্লির বিধানসভা নির্বাচনে এএপি ৬২ আসনে জয় লাভ করেছিল। এছাড়া বিজেপি পেয়েছিল ৮টিতে জয়। কংগ্রেস কোনো আসনে জয় লাভ করতে পারে নি।