মঙ্গলবার, ৮ই জুলাই,
২০২৫

  • আন্তর্জাতিক

  • থাইল্যান্ডে শিক্ষার্থীবাহী বাসে আগুন, ২০ শিশুর নিহতের আশঙ্কা


    সোনারদেশ ২৪ ডেস্ক


    মঙ্গলবার, ১লা অক্টোবর,

    ২০২৫

    /

    30 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে স্কুল শিক্ষার্থীবাহী বাসে আগুন ধরে গেলে অন্তত ২০ শিশুর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক স্কুলের শিশু ও শিক্ষকদের বহনকারী ৩টি বাস শিক্ষাসফর শেষে ফিরে আসার সময় একটি বাসে আগুন ধরে যায়।

     

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা বাসটির ভেতরে অন্তত ১০টি শিশুর মরদেহ দেখতে পেয়েছেন। জানা গেছে, বাসটিতে জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হতো।

     

    মঙ্গলবার (১ অক্টোবর) বিবিসি এ খবর জানায়।

     

    খবরে থাইল্যান্ডের পরিবহনমন্ত্রীর বরাত দিয়ে বলা হয়, বাসটিতে আগুন ধরে গেলে ১৬ শিশু ও ৩ জন শিক্ষককে উদ্ধার করা সম্ভবপর হয়েছে। তবে কতজন বাসটিতে আটকা পড়ে আছে, তা তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি।

     

    তদন্তকারীরা জানিয়েছেন, ভীষণ তাপের কারণে তারা বাসের ভেতরে প্রবেশ করতে পারছেন না। ছবিতে দেখা গেছে, বাসটি পুরোপুরি পুড়ে গেছে।

     

    জানা গেছে, ৩টি বাসে করে প্রাথমিক স্কুলের শিশু ও শিক্ষকেরা মিলে থাইল্যান্ডের উত্তরের প্রদেশ উথাই থানি প্রদেশে শিক্ষাসফরে গিয়েছিলেন।

     

    পরিবহনমন্ত্রী সুরাইয়া জুয়ানগ্রুয়াংকিট জানিয়েছেন, বাসটি ছিল প্রাকৃতিক গ্যাসচালিত।



    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2025 - All right reserved by Sonar Desh 24 Ltd