বৃহস্পতিবার , ২২শে জানুয়ারি,
২০২৬

  • রাজনীতি

  • তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিতে হবে: তারেক রহমান


    সোনারদেশ ২৪ ডেস্ক


    বৃহস্পতিবার , ২২শে জানুয়ারি,

    ২০২৬

    /

    1 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের সরকার প্রতিষ্ঠা করা দরকার, জনগণের সরকারই কেবল মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে। অনেকেই বলে, ফজরের নামাজ পড়ে ভোটের লাইনে দাঁড়াতে হবে। আমি বলব এবার তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। ভোটকেন্দ্রের সামনে গিয়ে জামায়াতে ফজরের নামাজ পড়ে তারপর সাতটায় গিয়ে ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হবে।


    বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় হবিগঞ্জে নির্বাচনী জনসভায় দেয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।


    তারেক রহমান বলেন, একটি দলের লোকজন বাড়ি বাড়ি গিয়ে এনআইডি নম্বর নিচ্ছে, মা-বোনদের মোবাইল নম্বর নিচ্ছে। তারা নাকি সৎ মানুষের শাসন কায়েম করবে? বিকাশ নম্বর নিচ্ছে, ফোন নম্বর নিচ্ছে, টাকা পাঠাচ্ছে, অনেকে ধরাও পড়েছে। নির্বাচনের আগে যারা মানুষকে অর্থ প্রদান করে, আগেই যারা অসৎ কাজ করে কোনোভাবেই তাদের পক্ষে সৎ কাজ করা সম্ভব নয়। এ দেশে একমাত্র শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া দেখিয়েছেন কীভাবে দুর্নীতি দমন করতে হয়।


    সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, এরই ভেতরে কিন্তু ষড়যন্ত্র শুরু হয়েছে। বর্তমান সরকার প্রবাসীদের ভোটের ব্যবস্থা করেছে। কিন্তু একটা রাজনৈতিক দল সবগুলো পোস্টাল ব্যালট দখলের চেষ্টা করছে। সজাগ থাকতে হবে। আগে যেভাবে ভোট ডাকাতি হয়েছে, এখন তারা ভোট দখলের চেষ্টা করছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করছে। শুধু সজাগ না সতর্ক থাকতে হবে।


    তিনি বলেন, এই দেশের মালিক জনগণ। এই বাংলাদেশের ২০ কোটি মানুষ, এই ২০ কোটি মানুষ এ দেশের মালিক। ন্যায়পরায়ণতার সঙ্গে দেশ পরিচালনা করতে হবে। তা না হলে যার যা অধিকার সেটা থেকে বঞ্চিত হবে।


    বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করার কথা উল্লেখ করে তিনি বলেন, এই এলাকায় অনেকগুলো চা বাগান আছে। সেই চা বাগানের নারী-শ্রমিকদের পাশাপাশি গ্রামাঞ্চলে যে মা-বোনদের সংসার চালাতে কষ্ট হয়, আপনারা যদি ১২ তারিখে ধানের শীষকে বিজয়ী করেন তাহলে ফ্যামিলি কার্ড দেয়া হবে। যার মাধ্যমে সরকারি সহায়তার মাধ্যমে ভালোভাবে সংসার পরিচালনা করতে পারবেন।


    বিএনপি নির্বাচিত হলে ইমাম-মুয়াজ্জিনদের জন্য সম্মানির ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।


    কৃষকদেরকে কৃষক কার্ড দেয়া হবে জানিয়ে তারেক রহমান বলেন, সরকার থেকে ব্যবস্থা করা হবে। কৃষক কার্ডের মাধ্যমে সার, ওষুধ, বিজ সহজেই পাবেন। কৃষি ঋণের ব্যবস্থা করা হবে। ধানের শীষকে জয়যুক্ত করলে এই কাজগুলো বাস্তবায়ন করা হবে। আপনাদের কাজ হলো ধানের শীষে সিল মারতে হবে।


    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2026 - All right reserved by Sonar Desh 24 Ltd