বুধবার, ১৫ই জানুয়ারি,
২০২৫

  • সারাদেশ ঢাকা

  • ঢাকায় আসছে আবু সাঈদের পরিবার


    সোনারদেশ ২৪ ডেস্ক


    শনিবার, ২৭শে জুলাই,

    ২০২৫

    /

    34 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে ঢাকায় রওনা দিয়েছে আবু সাঈদের পরিবার। কোটা আন্দোলনে নিহতদের প্রত্যেকের পরিবারের সঙ্গে আগামীকাল রোববার (২৮ জুলাই) গণভবনে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। মূলত এই উদ্দেশেই ঢাকায় আসছে আবু সাঈদের পরিবার।

    আবু সাঈদের চাচাতো ভাই ওমর ফারুক জানান, শনিবার (২৭ জুলাই) সকালে রংপুরের জেলা প্রশাসক ও পীরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আবু সাঈদের বাবা-মা ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।

    তারা সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।

    কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন আবু সাঈদ। তিনি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী। মা-বাবার ৯ সন্তানের মধ্যে একমাত্র বিশ্ববিদ্যালয়পড়ুয়া সন্তান ছিলেন আবু সাঈদ।

    গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় মিছিলের সম্মুখে বুক পেতে দেওয়া আবু সাঈদের মৃত্যু হয়। আবু সাঈদের মৃত্যুর পর গোটা রংপুরে আন্দোলনের উত্তাপ ছড়িয়ে পড়ে।


    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2025 - All right reserved by Sonar Desh 24 Ltd